মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে কৃষি আইন বাতিলের দাবিতে চলমান আন্দোলনের ৯৩ দিন পূর্ণ হয়েছে গতকাল শনিবার। আন্দোলনের তিন মাস পূর্তির দিনকে ‘যুবা কিষাণ দিবস’ হিসেবে পালন করেছে ভারতের সংযুক্ত কিষাণ মোর্চা। কৃষক সম্প্রদায়ের যুব শক্তি এ দিন প্রতিবাদে নেতৃত্ব দিয়েছেন। শনিবার ভারতের দক্ষিণাঞ্চলের চারটি রাজ্যের কৃষকদের একটি বড় দল দিল্লির সিংঘু পৌঁছায়। খবর আনন্দবাজার পত্রিকা।
আন্দোলনরত কৃষকদের মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। শনিবার দিনের শুরুতেই সিংঘু সীমানায় নভজোৎ সিংহ নামে ১৮ বছরের এক যুবকের মৃত্যু হয়। দিনভর বিভিন্ন মঞ্চে আবেগদীপ্ত বক্তৃতা দেন কৃষক নেতারা। তাদের বক্তব্য- এত শহীদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না।
কিষাণ কংগ্রেসের সদস্যরা গতকাল শনিবার বেলা সাড়ে এগারোটার সময় দিল্লিতে দলের অফিস থেকে কৃষিভবনের উদ্দেশে মিছিল শুরু করেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমারের কার্যালয় ঘেরাওয়ের পরিকল্পনা তাদের। থালা-বাটি বাজাতে বাজাতে তারাও স্লোগান দেন, ‘আর কত মৃত্যু দেখতে চাও তোমরা?’ তবে কৃষিভবনে পৌঁছানোর বেশ আগেই তাদের আটকে দেওয়া হয়।
রোববার রাজস্থানে মহাপঞ্চায়েতের আয়োজন করা হবে। সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী অশোক গহলত। এ দিনই কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা বঢরা যাচ্ছেন প্রধানমন্ত্রীর কেন্দ্র বারানাসীতে। গুরু রবিদাসজি মহারাজের জন্মোৎসব অনুষ্ঠানে যোগ দিতে তিনি সেখানে যাচ্ছেন। সেখানে কৃষকদের সঙ্গে প্রিয়াঙ্কার বৈঠক করার কথা রয়েছে। সূত্র : আনন্দবাজার
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।