মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি আবাসিক স্কুলে হামলা চালিয়ে তিন শতাধিক মেয়ে স্কুল শিক্ষার্থীকে অপহরণ করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। পুলিশ বলছে, শুক্রবার সকালে জামফারা প্রদেশের জাঙ্গেবের স্কুল থেকে এসব শিশুদের অপহরণের পর সম্ভবত জঙ্গলে নিয়ে যাওয়া হয়েছে। গত কয়েক সপ্তাহের মধ্যে এটাই সবচেয়ে বড় গণঅপহরণের ঘটনা। সশস্ত্র গ্রুপগুলো প্রায়ই সেখানে চাঁদা আদায়ের জন্য স্কুলশিক্ষার্থীদের অপহরণ করে থাকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। উত্তর নাইজেরিয়ায় সা¤প্রতিক সময়ে দুষ্কৃতকারীদের হামলায় কয়েক শ হত্যার ঘটনা ঘটেছে। বেড়েছে অপহরণের ঘটনাও। দেশজুড়ে সন্ত্রাসী কর্মকান্ড ব্যাপকহারে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহম্মদ বুহারি কিছুদিন আগেই সশস্ত্র বাহিনীর প্রধানদের সরিয়ে দেন। তিন শতাধিক মেয়ে স্কুলশিক্ষার্থীকে অপহরণের ঘটনায় কঠোর নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট মোহাম্দ বুহারি একে অমানবিক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘বিপুল পরিমাণ মুক্তিপণ আদায় করতে যেসব দুষ্কৃতিকারী নিরীহ স্কুল শিক্ষার্থীদের ব্ল্যাকমেইল করছে তাদের সঙ্গে কোনও আপোষ করবে না এই প্রশাসন। আমাদের প্রাথমিক লক্ষ্য অপহৃতদের নিরাপদ, জীবিত এবং অক্ষত অবস্থায় পেরত পাওয়া।’ এর আগে গত সপ্তাহে পার্শ্ববর্তী নাইজার প্রদেশ থেকে ২৭ শিক্ষার্থীসহ ৪২ জনকে অপহরণ করা হয়। উল্লেখ্য, ২০১৪ সালে উত্তরপ‚র্বাঞ্চলীয় চিবুক শহর থেকে ২৭৬ মেয়ে স্কুল শিক্ষার্থীকে অপহরণ করে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। ওই ঘটনা বিশ্বের মনোযোগ আকর্ষণ করে। তবে সাম্প্রতিক সময়ের অপহরণগুলো মুক্তিপণ আদায়ের উদ্দেশে করা হচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।