মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানকে নিয়ে সারা মুসলিম বিশ্বেই এক আলোড়ন চলছে। কেউ কেউ বলছেন মুসলিম উন্মার নেতৃত্ব এখন তার হাতেই। তারই ধারাবাহিকতায় তৃতীয়বারের মতো এবারো গ্লোবাল মুসলিম ব্যক্তিত্বের খেতাব জিতলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তাকে এ খেতাবে ভূষিত করেছে নাইজেরিয়ার একটি ইসলামী পত্রিকা। গতকাল শুক্রবার বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, এরদোয়ানকে ২০২০ সালের গ্লোবাল মুসলিম পার্সোনালিটি অ্যাওয়ার্ডের বিজয়ী ঘোষণা করা হয়েছে। এ ঘোষণা দিয়েছেন পত্রিকাটির প্রকাশক রাশিদ আবু বাকার।
সরকার এবং প্রশাসনসহ বিভিন্ন পেশায় সফলতা অর্জন করা মুসলিম ব্যক্তিদের স্বীকৃতি দিতে ২০১৮ সাল থেকে অ্যাওয়ার্ডটি চালু করা হয়। এরপর থেকে প্রতিবারই খেতাবটি জয় করেছেন তুর্কি প্রেসিডেন্ট।
এক বিবৃতিতে প্রকাশক রাশিদ আবু বাকার বলেন, ২০২০ সালে বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির প্রাদুর্ভাবের ফলে সবার জন্যই তা চ্যালেঞ্জের বছর ছিল। যা মানবিক প্রচেষ্টার সকল দিককে প্রভাবিত করেছে। এর মাঝেও এরদোয়ান ন্যায়সঙ্গত প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন এবং তার অর্জনগুলো আগের বছরগুলোর তুলনায় ছাড়িয়ে গেছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, দূরদর্শী ও বাস্তববাদী নেতা হিসেবে তুর্কি প্রেসিডেন্টের উত্থান কেবল তুরস্কেরই নয়, বরং বর্ধিত বিশ্ব মুসলিম সম্প্রদায়ের জন্যও আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে।
তার কয়েকটি অর্জনের মধ্যে রয়েছে হাজিয়া সোফিয়া মসজিদ পুনরায় চালু করা, নার্গনো-করবাখ অঞ্চলকে মুক্ত করা, কোভিড-১৯ মহামারি দ্বারা ক্ষতিগ্রস্ত দেশগুলোতে ত্রাণ প্যাকেজ সরবরাহ, প্রান্তিক মুসলিম সম্প্রদায়ের জন্য মানবিক সহায়তা, ফিলিস্তিনিদের উদ্দেশ্যে অটল প্রতিশ্রুতি এবং ইসলামফোবিয়ার বিরুদ্ধে আওয়াজ তোলা, বিবৃতিতে উল্লেখ করা হয়। সূত্র : আনাদুলু এজেন্সি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।