মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মুসলমানদের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদের প্রধান প্রহরী ফাদি আলিয়ানের বাড়ি গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। তার একমাত্র অপরাধ তিনি মসজিদটিতে প্রহরী হিসাবে কাজ করছেন। গত সোমবার জেরুজালেমে অবস্থিত আলিয়ানের বাড়িটি ভেঙ্গে দেওয়া হয়।
আলিয়ানের পরিবার জানায়, ফেব্রুয়ারীর শেষে আলিয়ানের বাড়ি ভেঙ্গে দেওয়া হতে পারে বলে জানিয়েছিল ইসরায়েলি সেনারা। এ নিয়ে আইনি লড়াইয়েও নেমেছিল আলিয়ানের পরিবার। তবে এতে হেরে যায় তারা।
জানা গেছে, দশ বছর আগে বাড়িটি নির্মাণ করেছিলেন আলিয়ান। দুইতলা বিশিষ্ট ভবনটিতে চারটি আপার্টমেন্ট ছিল। যেখানে ১৭ জন মানুষ বাস করতেন। আর এদের মধ্যে বেশিরভাগই ছিল নারী এবং শিশু। বর্তমানে তাদের খোলা আকাশের নিচেই দিন যাপন করতে হচ্ছে। সূত্র : মিডল ইস্ট মনিটর
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।