Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে নির্বাচনী ইশতেহার ঘোষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ৬:২৭ পিএম

অবশেষে প্রতীক্ষার অবসান। পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যের ভোটের ইশতেহার ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, আসাম ও পুদুচেরির ভোট ইশতেহার প্রকাশ করেন ভারতের প্রধান নির্বাচন কমিশনার সুনীল আরোরা। এদিন ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরই পাঁচ রাজ্যে বলবৎ হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধি। ফলে ওই পাঁচ রাজ্যে নতুন কোনও প্রকল্পের ঘোষণা বা নতুন করে কাজ হাতে দেয়া যাবে না।

ইশতেহার অনুযায়ী, প্রথম দফায় ভোট হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে। পশ্চিমবঙ্গে মোট আট দফায় ভোট গ্রঞন করা হবে। ২৭ মার্চ প্রথম দফায় ভোটগ্রহণ। এদিন নির্বাচন হবে ৩০টি আসনে। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ ১ এপ্রিল। এদিন নির্বাচন হবে ৩০টি আসনে। তৃতীয় দফার ভোট ৬ এপ্রিল। এদিন নির্বাচন হবে ৩১টি আসনে। চতুর্থ দফার ভোট ১০ এপ্রিল। এদিন নির্বাচন হবে ৪৪টি আসনে। পঞ্চম দফার ভোট ১৭ এপ্রিল। এদিন নির্বাচন হবে ৪৫টি আসনে। ষষ্ঠ দফার ভোট ২২ এপ্রিল। এদিন নির্বাচন হবে ৪৩টি আসনে। সপ্তম দফার ভোট ২৬ এপ্রিল। এদিন নির্বাচন হবে ৩৬টি আসনে। অষ্টম দফার ভোট ২৯ এপ্রিল। এদিন নির্বাচন হবে ৩৫টি আসনে।

কেরালায় ৬ এপ্রিল এক দফায় ভোট গ্রহন করা হবে। পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যের ফল ঘোষণা করা হবে ২ মে। সূত্র: টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ