Inqilab Logo

বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন দুজনের ভিন্ন মেয়াদে কারাদন্ড

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ৩:৩৭ পিএম

খুলনায় মাদক মামলায় একজনকে যাবজ্জীবন ও দু'জনকে ভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে আদালত। যাবজ্জীবন সাজাপ্রাপ্তকে সশ্রম কারাদন্ড এবং একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।

এ মামলার অপর দু’ আসামির প্রত্যেককে ৫ বছরের সশ্রম কারাদন্ড, ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত দু’ আসামি অনুপস্থিত ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এড. এনামুল হক।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন কেশবপুরের ভেরচি গ্রামের আঃ মজিদ শেখের ছেলে রিপন শেখ (যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি), ডুমুরিয়া আটালিয়া গ্রামের আঃ ছোবহান মোড়লের ছেলে শাহিন মোড়ল এবং সাতক্ষীরা দেবহাটা গ্রামের নুর মোহাম্মাদ মোল্লার ছেলে মহিউদ্দিন মোল্লা (পলাতক)।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৬ এপ্রিল বিকেল পৌনে ৪ টার দিকে র‌্যাবের একটি দল খুলনার ডুমুরিয়া থানাধীন চুকনগর বাজারের পাশে সুজন ট্রেডার্সের সামনে পৌঁছালে কয়েকজন যুবক দৌড়ে পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরা সেখান থেকে রিপন শেখ, শাহিন মোড়ল, ও মহিউদ্দিন মোল্লাকে আটক করে। এ সময় তারা রিপন শেখের প্যান্টের পকেট থেকে ৪৫ গ্রাম হেরোইন উদ্ধার করে। যার বর্তমান বাজার মূল্য আট লাখ টাকা। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা আরো তিন আসামির নাম উল্লেখ করে। এ মামলায় তাদের সহযোগী আসামি করা হয়। তারা হলো মিজানুর রহমান, আঃ ছালাম ও মোঃ কামাল। ওই দিন র‌্যাবের ডিএডি মোঃ অহিদুল ইসলাম বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলা দায়ের করেন, যার নং ৬। একই বছরের ৫ সেপ্টেম্বর ডুমুরিয়া থানার এসআই মোঃ আশিকুল আলম তাদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। মামলায় ১১ জন স্বাক্ষ্য প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যাবজ্জীবন

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ