Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সউদী যুবরাজের সফল অস্ত্রোপচার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ২:২০ পিএম

সউদী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সফল অস্ত্রোপচার হয়েছে। দেশটির গণমাধ্যম জানায়, তার অ্যাপেন্ডিসাইটস হয়েছিল। খবরে জানানো হয়, ৩৫ বছর বয়সী যুবরাজের ল্যাপারোসকোপিক সার্জারি সফল হয়েছে। রিয়াদের বাদশাহ ফয়সাল বিশেষায়িত হাসপাতালে বুধবার ভোরেই তার এই অস্ত্রোপচার হয়।

বার্তা সংস্থা এসপিএ জানায়, যুবরাজ সুস্থ আছেন। তিনি স্বতস্ফূর্তভাবে হেঁটে হাসপাতাল থেকে বের হন এবং একটি গাড়ির যাত্রী আসনের সামনে বসেন।

সউদীর আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় মৌলিক সংস্কার কার্যক্রমের দেখভাল করছেন এই যুবরাজ। রক্ষণশীলতা থেকে বেরিয়ে দেশটিকে অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের দিকে নিয়ে যাচ্ছেন তিনি।

তবে সাংবাদিক জামাল খাসোগি হত্যা ও মানবাধিকারকর্মীদের নির্যাতনের ঘটনায় বিশ্বজুড়ে তিনি ব্যাপক সমালোচিত হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী আরব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ