প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা রবিবার। এতে প্রসেনজিতের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। সিনেমাটি মুক্তির পরেই দর্শক প্রশংসিত হন। এতে তার চরিত্র ও চরিত্র অনুযায়ী তার অভিনয় দর্শকের দৃষ্টি কাড়ে। নিজের অভিনয় ও চরিত্র নিয়ে সম্প্রতি কলকাতার গণমাধ্যমের সাথে তিনি কথা বলেন। জয়া বলেন, সিনেমার চিত্রনাট্য আমাকে খুব সহযোগিতা করে। তাছাড়া দীর্ঘ অভিনয়ের অভিজ্ঞতাও কাজে লাগে যেকোনো চরিত্রে অভিনয়ের আগে তা নিয়ে অনেক ভাবি। কিভাবে, কি করলে চরিত্রটি যথাযথভাবে তুলে ধরতে পারব, এ নিয়ে নিমগ্ন থাকি। চরিত্রে মনোযোগ দিতে শুটিংয়ের সময়ে এখনো আমি মোবাইল সঙ্গে রাখি না। অভিনয় করার সময় আমি ভিন্ন একটি জগতে থাকি। তিনি বলেন, আমি সেরিব্রাল অ্যাক্টিংয়ে বিশ্বাস করি। যদি চরিত্র অনেক গভীর হয়, তবে তা থেকে বেরিয়ে আসা অনেক যন্ত্রণাদায়ক। কাজের মধ্যে নিজেকে আবিষ্কার করি। আপনি যদি জানতে চান, প্রকৃত জয়া কে? তবে আপনাকে আমি বুঝাতে পারব না। একটি চরিত্র থেকে বেরিয়ে আসতে আমার এক থেকে দুই মাস সময় লাগে। তিনি বলেন, প্রতিটি চরিত্র স্ব স্ব ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এটি চরিত্রের আকর্ষণ ও গভীরতার উপর নির্ভর করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।