প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
করোনা ভাইরাসের জেরে গোটা বিশ্ব থমকে ছিল। প্রাণঘাতী ভাইরাসটি থেকে মুক্তি পেতে ঘরবন্দী ছিলেন সাধারণ থকে শোবিজ তারকা সবাই। এ তালিকায় বাদ পড়েননি অভিনেত্রী জয়া আহসানও। তবে লকডাউনের দিনেই নতুন একটি সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী। এমন খবর জানিয়েছেন জয়া নিজেই।
এ প্রসঙ্গে জয়া আহসান বলেন, 'মহামারীর মানসিক অস্থিরতার দিনগুলোতে যখন বাসায় বসে ভয় আর শঙ্কায় কাটাচ্ছিলাম, তখন পিপলু আর খান বললেন, 'চলেন ছোট করে একটা শর্ট ফিল্ম বানিয়ে ফেলি।' তারপর গল্পের মধ্যে গল্প, আর বলতে বারণ নানাকারণে পরে সেটা ফিচার ফিল্ম হয়ে গেলো।'
জয়ার কথায়, 'প্যানডেমিক এর মধ্যে একটা সিনেমার শ্যুট করবো তার উত্তেজনাটাই আসল। তাই এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। পরে পরিচালককে বলি, চলেন তৈরী করে ফেলি। তারপর মাত্র ১৫ দিনেই একটি ফিচার ফিল্মের শ্যুটিং শেষ করে ফেললাম।'
এই সিনেমায় কাজের অভিজ্ঞতা জানিয়ে জয়া বলেন, 'ছবি অনেক সময় ছবি হয়ে উঠে, বানাতে হয় না! সম্ভবত এটা এমনই একটা প্রজেক্ট। এটাও সত্যি যে, ১৫ দিনের শ্যুটিংটা একটা পাগলামি ছিল। শুধু তাই নয়, এত কম মানুষ নিয়ে একটা সিনেমার শ্যুট করা যায় সেটাও জানা হলো। অসাধারণ পরিশ্রমী কিছু মানুষের সাথে একটা সুন্দর অভিজ্ঞতাও হলো। আশায় থাকলাম কী করলাম সেটা দেখার জন্য।'
নাম ঠিক না হওয়া এই ফিচার ফিল্মটি নির্মাণ করেছেন পরিচালক পিপলু আর খান। এতে মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি ও পরিচালক নিজেই। আর এটি প্রযোজনা করেছে পিপলু আর খানের 'অ্যাপলবক্স ফিল্মস', আবু শাহেদ ইমনের 'বক্স অফিস মাল্টিমিডিয়া' ও জয়া আহসানের 'সি তে সিনেমা'।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।