Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বসুন্ধরা এল. পি. গ্যাসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জয়া আহসান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

বসুন্ধরা এল. পি. গ্যাসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন চিত্রনায়িকা জয়া আহসান। গত মঙ্গলবার প্রতিষ্ঠানটির সাথে তার চুক্তি হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চিফ অপারেটিং অফিসার (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং, সেক্টর-এ) এম এম জসীম উদ্দীন, বসুন্ধরা এল. পি. গ্যাস লিমিটেডের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মাহবুব আলম, হেড অব সেলস জাকারিয়া জালাল, হেড অব এইচ. আর. সাদ তানভীর, জেনারেল ম্যানেজার (সাপ্লাই চেইন) সরোয়ার হোসেন সোহাগসহ অনেকে। এম এম জসীম উদ্দীন বলেন, অভিনেত্রী জয়া আহসানকে যুক্ত করার মাধ্যমে আমাদের ব্র্যান্ডকে আমরা আন্তর্জাতিক পর্যায় তুলে ধরতে পারলাম। কারণ আমাদের বিচারে একমাত্র জয়া আহসানই বাংলা ভাষাভাষীদের হৃদয়ের মানুষ। যারা এল. পি. গ্যাস ব্যবহার করেন তাদের বিশাল একটা অংশ নারী, আর এই নারীদের স্বপ্নের নারীই যদি আমাদের ব্র্যান্ড হিসেবে কাজ করেন, তাহলে এটা ইতিবাচক হিসেবে কাজ করবে বলে আমাদের বিশ্বাস। মাহবুব আলম বলেন, দেশসেরা বসুন্ধরা এল. পি. গ্যাস সফলতার সঙ্গে মানুষের পাশে আছে দীর্ঘ সময় ধরে। আমাদের সঙ্গে এর আগেও অনেক তারকা যুক্ত হয়েছেন। এবার আমরা পাচ্ছি উপমহাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। আমরা আশা করছি, এর মাধ্যমে আমাদের ব্র্যান্ড নতুন আরেকটি উচ্চতায় চলে যাবে। সাদ তানভীর বলেন, জয়া আহসানের মতো আন্তর্জাতিক খ্যাতিস¤পন্ন গুণী অভিনেত্রীকে আমাদের সঙ্গে পেয়ে আমরা সত্যিই আনন্দিত এবং আমরা আশা রাখি একসঙ্গে আমরা স্বাচ্ছন্দ্যে এগিয়ে যাবো আরও বহুদূর। জাকারিয়া জালাল বলেন, দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে ধন্যবাদ বসুন্ধরা এল. পি. গ্যাসের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা বাজারের এক নাম্বার কো¤পানি, গত ২০ বছর ধরে আমরা সারা বাংলাদেশের লাখ লাখ পরিবারের সঙ্গে যুক্ত আছি। আর গত ২০ বছর ধরে আমাদের সঙ্গে যুক্ত আছেন জয়া আহসান। এই দীর্ঘ সময় ধরে একজন মডেল নিজের কাজের মাধ্যমে যেভাবে ধরে রেখেছেন, সেটা আসলেই বিশাল ব্যাপার। তিনি এখন থেকে আমাদের বিভিন্ন ক্যা¤েপইন, এনগেজমেন্ট সেশন ও অন্যান্য প্রচারণামূলক কাজে স¤পৃক্ত থাকবেন ও বিভিন্ন প্রচারণা কার্যক্রমে অংশগ্রহণ করবেন। জয়া আহসান বলেন, বসুন্ধরা এল. পি. গ্যাস পরিবারকে অনেক ধন্যবাদ আমাকে তাদের সঙ্গে যুক্ত করার জন্য। একজন সাধারণ মানুষ হিসেবে এল. পি. গ্যাসের কথা এলেই, প্রথম আমার মাথায় আসে বসুন্ধরা এল. পি. গ্যাসের কথা। এই ব্র্যান্ডের সঙ্গে স¤পৃক্ত হতে পেরে আমি আনন্দিত।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ