Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার একাকিত্ব মন্ত্রী নিয়োগ দিলো জাপান!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ৮:৩০ পিএম

করোনায় আত্মহত্যার হার বৃদ্ধির কারণ জানতে একাকিত্বমন্ত্রী নিয়োগ দিলো জাপান।জানা যায়, বিগত ১১ বছরের মধ্যে করোনা মহামারী চলাকালীন সবচেয়ে বেশি মানুষ আত্মহত্যা করেছে জাপানে। কেন মানুষ নিজ জীবনের ব্যাপারে ভয়াবহ এ সিদ্ধান্ত নিচ্ছে, তা সমাধানের জন্যই মন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। ১৯ ফেব্রুয়ারিতে টেটসুসি সাকামোতোকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন ইউশিহিদে। -এনডিটিভি

ইতোপূর্বে এ মন্ত্রী ‘জন্মহার কমানো এবং আঞ্চলিক অর্থনীতি উন্নয়ন বিষয়ক’ বিশেষ কমিটির প্রধান ছিলেন। দায়িত্ব গ্রহণের পর এক সংবাদ সম্মেলনে সাকামতো বলেন, আমি প্রধানমন্ত্রীর আস্থার প্রতিদান দেবো। বিশেষভাবে নারীদের আত্মহত্যা বন্ধে আমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করবো। জন হপকিংস বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, জাপানে মঙ্গলবার পর্যন্ত করোনায় মারা গেছেন ৭ হাজার ৫৭৭ জন মানুষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাপান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ