মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আগামী ১ মার্চ থেকে ভারতে দ্বিতীয় দফার করোনা টিকাকরণ শুরু হচ্ছে। তবে এই পর্যায়ে আর বিনামূল্যে ভ্যাকসিন দেয়া হবে না! বেসরকারি কেন্দ্র থেকে ভ্যাকসিন নিতে হলে খরচ দিতে হবে নিজেকেই। বুধবার এই ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।
সরকারি খবর অনুযায়ী, দ্বিতীয় দফায় ভ্যাকসিন পাবেন ষাটোর্ধ্ব এবং ৪৫ বছরের ঊর্ধ্বে থাকা ব্যক্তিরা যাদের কো-মর্বিডিটি রয়েছে। ইতিপূর্বে স্বাস্থ্যকর্মীদের বিনামূল্যে টিকা দেয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে কোভিড ভ্যাকসিনের দাম কত হবে, তা নিয়ে জল্পনা ছিল। এ প্রসঙ্গে এদিন কেন্দ্রীয় মন্ত্রী জানালেন, আপাতত সরকারি কেন্দ্রগুলোতে বিনামূল্যেই টিকাকরণ চলবে। তবে বেসরকারি কেন্দ্র থেকে টিকা নিতে হলে খরচ দিতে হবে। কত হবে টিকার দাম, তা আগামী কয়েকদিনের মধ্যে জানিয়ে দেবে কেন্দ্রীয় সরকার।
মোদি সরকার জানিয়েছে, ভারতজুড়ে ১০ হাজার সরকারি এবং ২০ হাজার বেসরকারি কেন্দ্রে টিকাকরণ করা হবে। উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি থেকে ভারতে কোভিড টিকাকরণ শুরু হয়েছে। ইতিমধ্যে ১ কোটি ২১ লাখ ৬৫ হাজার ৫৯৮ জন স্বাস্থ্যকর্মীকে করোনার টিকা দেয়া হয়েছে। উল্লেখ্য, টিকাকরণের জন্য ভারতের বাজেটে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। সূত্র: টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।