Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল পরিচিতি সভা

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২০ এএম

রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশন নির্বাচন-২০২১ জাতীয়তাবাদী আইনজীবী এ্যাডভোকেট বার এসোসিয়েশন নির্বাচন-২০২১ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত মোজাম্মেল হক-পারভেজ জাহেদী পরিষদের প্রজেকশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত একটি রেঁস্তোরার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে এ্যাড. মাইনুল আহসান পান্নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা রাসিকের সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।

আরো উপস্থিত ছিলেন, এ্যাড. এনামুল হক, এ্যাড. আমিনুল হক বাবলু, এ্যাড. রওশন আরা পপি, এ্যাড. আব্দুস সাত্তার, এ্যাড. হাবিবুর রহমান, এ্যাড. জমসেদ আলী, এ্যাড. মজিদুল হক, এ্যাড. নজরুল ইসলাম খান, এ্যাড. এরশাদ আলী ঈশা, এ্যাড. পারভেজ তৌফিক জাহেদী, এ্যাড. মোজাম্মেল হক ও এ্যাড. আবুল কাশেম।

প্রধান অতিথি মিনু তার বক্তব্যে, নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পানেলকে বিজয়ী করার জন্য আহবান জানান। যাতে বার এসোসিয়েশন নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পানেল বিপুল ভোটের ব্যবধানে বিজয় লাভ করে।

আগামী ২৫ শে ফেব্রুয়ারী সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি। নির্বাচনে সভাপতি পদে এ্যাড. মোজাম্মেল হক, সহসভাপতি পদে একেএম মিজানুর রহমান, সহসভাতি পদে মাহবুবুল ইসলাম, সহসভাপতি পদে আবু মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পদক পদে পারভেজ তৌফিক জাহেদী, যুগ্ম সাধারণ সম্পাদক-১ (সাধারণ) পদে আতিকুর রহমান ইতি, যুগ্ম সাধারণ সম্পাদক (কল্যাণ তহবিল) নূর-এ-কামরুজ্জামান ইরান, হিসাব সম্পাদক পদে সেলিম রেজা মাসুম, লাইব্রেরী সম্পাদক রিয়াজ উদ্দীন, সম্পাদক অডিট আজিমুশ সান উজ্জ্বল, সম্পাদক প্রেস এন্ড ইনফরমেশন মোজাম্মেল হক ও সম্পাদক ম্যাগাজিন এন্ড কালচার পদে রজব আলী প্রতিদ্বদ্বীতা করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজশাহী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ