Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাকিবের টেস্টে অনীহা তিন বছর আগে থেকেই!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

সাকিব আল হাসান হুট করেই দেশের খেলা ফেলে আইপিএলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, বিষয়টা এমন নয়। টেস্টের প্রতি তিনি অনীহা দেখাচ্ছেন অনেক দিন ধরে। তিন বছর আগেই সাদা পোশাকে না খেলার কথা জানিয়েছিলেন এই তারকা। এতদিন তাকে জোর করে খেলানো হচ্ছিল বলে উল্লেখ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে দেশের হয়ে খেলতে অনিচ্ছুকদের আর জোর না করার নতুন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
বাংলাদেশের হয়ে শ্রীলঙ্কায় টেস্ট খেলার বদলে আগামী এপ্রিল মাসে আইপিএলে খেলার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। তাকে অনাপত্তিপত্রও দিয়ে দিয়েছে বিসিবি। গণমাধ্যমের সামনে হাজির হয়ে সাকিবকে আইপিএলে যেতে দেওয়ার যৌক্তিকতা তুলে ধরেন বোর্ড প্রধান, ‘সাকিবকে কি খেলানো যাবে না জোর করে? ওকে ছুটি না দিলে কি করতো? হয়তো খেলত। কিন্তু আমরা এটা চাই না। আমরা চাই, যারা খেলাটাকে ভালোবাসেসেই খেলুক। জোর করে আমি খেলাতে চাই না। সাকিব তো আরও তিন বছর আগেই খেলতে চায়নি টেস্টে। ও তো এমনিতেই টেস্টের প্রতি অত আগ্রহ দেখায়নি। চাচ্ছিল না খেলতে। তখন তো ওকে টেস্ট অধিনায়ক করে দেওয়া হলো। জোর করে চেষ্টা করলাম তো। কিন্তু আসলে জোর করে খেলানোর মানে হয় না।’
জোর করে খেলানোর কারণে দল উলটো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মত বিসিবি সভাপতির। বরং অনিচ্ছুকদের সরিয়ে সাময়িক সংকট সয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তার, ‘আমার মনে হয়, তাতে (জোর) করে আমরা ভবিষ্যতের দিকে আগাতে পারছি না। পিছনের দিকে যাচ্ছি। এখন সবার জন্য যদি ফ্রি থাকে, ওপেন থাকে, কাউকে জোর করব না। আমরা যখন জানব, এই কয়জন খেলতে চায় না টেস্ট, তখন তাদের বিকল্প নিয়ে চিন্তা করতে হবে আমাদের। হয়তো এক বছর বা দেড় বছর সময় লাগবে, লাগুক। কিন্তু ভবিষ্যতের জন্য আমরা (নতুন খেলোয়াড়) পাব।’
পরিচালক ও ক্রিকেটারদের সঙ্গে সভায় কেন্দ্রীয় চুক্তির নতুন রূপরেখা ঠিক করেছেন বোর্ড প্রধান। নতুন চুক্তিতে ক্রিকেটাররা পাচ্ছেন বিকল্প। কে কোন সংস্করণে খেলবেন বা খেলবেন না, তা জানাতে হবে আগেই। যারা চুক্তিতে সই করবেন, তারা পরে দেশের কোনো সিরিজের আগে আর সিদ্ধান্ত বদলাতে পারবেন না। স্পষ্ট করেই নাজমুল জানিয়ে দিয়েছেন, ‘যারা ওয়ানডে খেলবে, টি-টোয়েন্টি খেলবে, তারা বলে দিবে, আমরা টেস্ট খেলব না। কোথায় কোথায় টুর্নামেন্ট হবে, ফ্র্যাঞ্চাইজি হবে, ওগুলো খেললে, টেস্ট খেলব না বলে দিক। আমরা তো লিখিত নিয়ে নিচ্ছি। কিন্তু জাতীয় খেলা, যে বলবে খেলবে, তাকে খেলতেই হবে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাকিব

২৯ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
৯ অক্টোবর, ২০২২
৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ