প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চলচ্চিত্রের চলমান মন্দাবস্থা কবে কিভাবে কাটবে, তা অনিশ্চিত। এ নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টরাও অনেকটা নিশ্চুপ রয়েছেন। চলচ্চিত্রের মন্দাবস্থা কাটাতে এবং টিকিয়ে রাখতে যেখানে প্রযোজক ও নির্মাতাদের চিন্তা-ভাবনা জরুরী ভিত্তিতে দরকার, সেখানে তা নেই বললেই চলে। চলচ্চিত্র বিশ্লেষকরা বলছেন, চলচ্চিত্রের মন্দাবস্থা কাটাতে একের পর এক গল্প সমৃদ্ধ বাণিজ্যিক ধারার বিগ বাজেটের সিনেমা নির্মাণ করা প্রয়োজন। যদি একের পর এক বাণিজ্যিক ধারার বিনোদনমূলক সিনেমা নির্মাণ শুরু হয়, তবে চলচ্চিত্রের বাজারটি গতি পাবে। বন্ধ হয়ে যাওয়া সিনেমা হল খুলবে। এ ধরনের উদ্যোগ চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠন থেকে শুরু করে কারো মধ্যেই নেই। বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ফারুক বলেন, একটা সময় এনালগ সিস্টেমে সিনেমা হতো। একটা সিনেমা বানাতে অনেক সময় লাগতো। তারপরও বছরে গড়ে আশি-নব্বইটা সিনেমা মুক্তি পেতো। এর কারণ, একটা সিস্টেমের মধ্যে চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়া চলত। দর্শক কেমন সিনেমা পছন্দ করে, এ নিয়ে নির্মাতারা সিনেমা হলের রিপোর্ট নিয়ে সিনেমা বানাত। এখন ডিজিটাল যুগে এসে পনের দিনে একটি সিনেমা নির্মাণ করা সম্ভব হলেও ব্যাপক সংখ্যক দর্শকের পছন্দের বিষয়টি বিবেচনায় নেয়া হচ্ছে না। যার যা ইচ্ছা মতো সিনেমা নির্মাণ করছে। সিনেমাটি দর্শক পছন্দ করবে কি করবে না, হল মালিকরা আগ্রহ দেখাবে কিনা, এ ধরনের জরিপ করা হচ্ছে না। এভাবে সিনেমা নির্মাণ করে চলচ্চিত্রের মন্দা কাটানো যাবে না। এ অবস্থা থেকে উত্তরণে প্রযোজক ও নির্মাতাদের সম্মিলিত উদ্যোগ ও পরিকল্পনা লাগবে। ফারুক বলেন, এই চলচ্চিত্রই আমাকে বানিয়েছে, সংসদ সদস্য হয়েছি। এর দুর্গতি আমাকে কষ্ট দেয়। তারপরও সিনেমা নিয়ে সবসময় ভাবি। এই মাধ্যমের প্রতি ভালবাসা ও অনুভূতি রয়েছে এবং থাকবে। এটা অস্বীকার করতে পারবো না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।