Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনকে শক্তিশালী করবে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

রাশিয়ার হুমকি মোকাবিলা করার জন্য ইউক্রেনের সেনাবাহিনীকে শক্তিশালী করে তুলতে আমার দেশ সাহায্য করবে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। শনিবার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী অ্যান্ড্রি তারানের সঙ্গে টেলিফোনালাপে কিয়েভকে এসব কথা বলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। এসময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রাশিয়াকে তার দেশের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে বলেন, সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করে তোলার জন্য সম্ভাব্য সকল কিছু করবে ওয়াশিংটন। এর আগে তিনি শুক্রবার ন্যাটো জোটের প্রতিরক্ষামন্ত্রীদের এক সম্মেলনে জানান তাদের সামনে বিশাল চ্যালেঞ্জ হচ্ছে চীন ও রাশিয়া। এই দুই দেশ মোকাবিলা করতে সকল দেশকে প্রস্তুতি নেয়ার জন্য আহবান জানান তিনি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ঠিক সেই সময় এসব কথা বললেন যখন কিনা রুশ ক‚টনীতিকরা রাশিয়া-ন্যাটো সীমান্তবর্তী অঞ্চলে সকল অস্থিতিশীলতা সৃষ্টিকারী পদক্ষেপ নেয়ার বিষয়ে ওয়াশিংটনকে হুঁশিয়ার করে দিয়েছেন। রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ