Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে বন্দুকের দোকানে গুলি, নিহত ৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ২:৪৬ পিএম

যুক্তরাষ্ট্রের দক্ষিণের অঙ্গরাজ্য লুজিয়ানায় এক বন্দুকের দোকানে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার বিকাল ৩টায় নিউ অরলিয়েন্স শহরের মেটারিতে অবস্থিত জেফারসন গান আউটলেট নামের এই বন্দুকের দোকানে গোলাগুলির ঘটনায় আরো দুই জন আহত হয়েছেন।


স্থানীয় পুলিশ কর্মকর্তা জোসেফ লোপিন্টো জানান, এক বন্দুকধারী প্রথমেই গুলি করে ওই দোকানের দুই জনকে হত্যা করে। পরে অন্যরাও আক্রমণকারীকে লক্ষ্য করে গুলি শুরু করলে ওই বন্দুকধারী দোকানের ভেতর বা পার্কিং লটে নিহত হয়।

গোলাগুলিতে আহত দুই জনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। তারা এখন স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানায় কর্তৃপক্ষ।

তবে আক্রমণকারী বন্ধুকধারী ওই দোকানের কর্মী না গ্রাহক তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে পুলিশ জানায়।

তারা বলছেন, বিস্তারিত ঘটনা জানার জন্য তারা তদন্ত করছেন।

সূত্র : এবিসি নিউজ

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ