Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

উদ্বৃত্ত টিকা দান করবে ব্রিটেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০২ এএম

নিজেদের চাহিদা মিটিয়ে অতিরিক্ত করোনা ভাইরাসের টিকা বিশ্বের দরিদ্র দেশগুলোকে দান করে দেয়ার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শুক্রবার জি-৭ এর ভার্চ্যুয়াল এক মিটিংয়ে বক্তব্যে তিনি এ কথা বলেন। একই সঙ্গে তিনি ভবিষ্যতে যেসব রোগ দেখা দিতে পারে তার জন্য নতুন সব টিকা উদ্ভাবনের জন্য ১০০ দিনের টার্গেট নেয়ার জন্য ধনী দেশগুলোর প্রতি আহবান জানিয়েছেন। ব্রিটেন করোনা ভাইরাসের বিভিন্ন রকম ৪০ কোটি ডোজেরও বেশি টিকার অর্ডার করেছে। প্রাপ্ত বয়স্ক সবাইকে টিকা দেয়ার পর অতিরিক্ত থেকে যাবে অনেক টিকা। কিন্তু দারিদ্র্যবিরোধী প্রচারণাকারীরা বলছেন, এক্ষেত্রে গরিবদের জন্য যথেষ্ট করছে না ব্রিটেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ব্রিটেনে কতটা টিকা উদ্বৃত্ত হবে এবং তা কখন বিতরণ করা হবে তা এ বছরের শেষের দিকে জানানোর কথা রয়েছে। এক্ষেত্রে সরবরাহ চেইনের দিকে দৃষ্টি রাখবেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। শরতকালে কি পরিমাণ টিকার প্রয়োজন হতে পারে তাও আমলে নেবেন তারা। এরপর উদ্বৃত্ত টিকার বিষয়ে চ‚ড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে। জি-৭ নেতাদের উদ্দেশে বরিস জনসন বলেছেন, কোভিড নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত হাত দিয়েছে বিজ্ঞান। সারাবিশ্বে আমাদেরকে নিশ্চিত করতে হবে যেন সবাই টিকা পান। তাই পুরো বিশ্বকে একত্রিত হতে হবে এই মহামারি রুখতে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রিটেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ