বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাংবাদিক ইউনিয়ন বগুড়া (জেইউবি) এর ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশন কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে মীর্জা সেলিম রেজা (দৈনিক মুক্তবার্তা) ৫৫ ভোট পেয়ে পূণরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ ফজলে রাব্বী ডলার (দৈনিক বগুড়া) পেয়েছেন ৪১ ভোট। সাধারন সম্পাদক পদে ৬৬ ভোট পেয়ে পূণরায় নির্বাচিত হয়েছেন গনেশ দাস (বার্তা-২৪), নিকটতম প্রতিদ্বন্দ্বী মমিনুর রশিদ শাইন (দৈনিক বগুড়া) পেয়েছেন ২৯ ভোট।
অন্যান্য নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি আব্দুর রহিম দৈনিক খোলা কাগজ) ৩৬ ভোট, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াদুদ (দৈনিক সাতমাথা) ৩৭ ভোট, সাংগঠনিক সম্পাদক মাহফুজ মন্ডল (দি ইনডিপেনডেন্ট) ৫৯ ভোট, কোষাধ্যক্ষ আজিজুল হাকিম রুমন (এটিএন বাংলা) ৩৯ ভোট, দপ্তর সম্পাদক ফেরদৌসুর রহমান (দৈনিক আলোকিত বাংলাদেশ) ৫৩ ভোট এবং কার্যনির্বাহী সদস্য এস এম আবু সাঈদ (দীপ্ত টিভি) ৫৪ ভোট ও আতাউর রহমান মিলন (দৈনিক দূরন্ত সংবাদ) ৩৬ ভোট। মোট ৯৯ ভোটারের মধ্যে ৯৮জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদীর নেতৃত্বে ৩ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।