Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে মহান একুশে পালনে ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩০ এএম

চট্টগ্রামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালনের ব্যাপক প্রস্তুতি চলছে। ধুয়ে মুছে পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার।

সরকারি দল আওয়ামী লীগের পাশাপাশি মাঠের বিরোধী দল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে। চট্টগ্রাম বন্দর, সিটি কর্পোরেশন, জেলা ও পুলিশ প্রশাসন নানা আয়োজনে দিবসটি পালন করবে।
আজ শনিবার রাত ১২টা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের সূচনা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাত ফেরী, আলোচনা সভা, শিশু কিশোরদের সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ভাষা শহীদদের জন্য বিশেষ দোয়া মাহফিল।
এদিকে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানাতে একসঙ্গে পাঁচজনের বেশি জমায়েত নিষিদ্ধ করেছেন সিএমপি কমিশনার সালেহ্‌ মোহাম্মদ তানভীর।
গতকাল শুক্রবার লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সিএমপির পক্ষ থেকে জানানো হয়, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানাতে হবে। প্রতিটি সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ পাঁচ জন প্রতিনিধি এবং ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ দুই জন পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন। সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরে শহীদ মিনারে ঢুকতে হবে।
প্রয়োজনে দায়িত্বরত স্কাউট, গার্লস গাইড, রোভার ও স্বেচ্ছাসেবকদের কাছ থেকে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক সংগ্রহ করা যাবে। যেকোনো ধরনের ব্যাগ বা সন্দেহজনক বস্তু নিয়ে শহীদ মিনার প্রাঙ্গনে প্রবেশ করা যাবে না।
সিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাত ৯টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নগরীর সোনালী ব্যাংক (লালদীঘি), জহুর হকার্স মার্কেট, আমতল, তিনপুল, সিনেমা প্যালেস, বোস ব্রাদার্স ও বৌদ্ধ মন্দির এলাকা হয়ে শহীদ মিনার এলাকার দিকে (ভিআইপি গাড়ি ছাড়া) সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। শহীদ মিনারে আসা শ্রদ্ধা নিবেদনকারীরা সিনেমা প্যালেস মোড় থেকে হেঁটে শহীদ মিনারে প্রবেশ করবেন এবং শ্রদ্ধা নিবেদন শেষে হেঁটে রাইফেল ক্লাবের সামনের রাস্তা দিয়ে বের হবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রস্তুতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ