Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘কেন বোলার হলে না’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৪ এএম

এবারের আইপিএলের নিলামে ব্যাটসম্যানদের থেকে বোলাররাই ত‚লনামূলকভাবে বেশি দামে বিক্রি হয়েছেন। বিষয়টি সহজে মেনে নিতে পারেননি ইংলিশ উইকেটকিপার-ব্যাটসম্যান স্যাম বিলিংসের প্রেমিকা সারাহ। তার আক্ষেপ স্যাম কেন বোলার হলেন না।
নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য দুই কোটি রুপিতে থাকা ১১ খেলোয়াড়ের একজন ছিলেন ইংলিশ উইকেটকিপার-ব্যাটসম্যান স্যাম বিলিংস। আর ওই ভিত্তিমূল্যেই তাকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। তাও কিনা দ্বিতীয় দফায়। অথচ একই ভিত্তিমূল্যের খেলোয়াড় গত মৌসুমের ফ্লপ অসি তারকা গ্লেন ম্যাক্সওয়েলকে প্রথমেই ১৪ কোটি ২৫ লাখ রুপিতে কিনে নিয়েছে কোহলির ব্যাঙ্গালুরু। আইপিএলে প্রেমিকের দাম মাত্র দুই কোটি রুপি উঠায় আক্ষেপ করেছেন স্যাম বিলিংসের বান্ধবী সারাহ। সারাহর মতে, উইকেটরক্ষক হওয়াই হয়তো কাল হয়েছে বিলিংসের। নিলাম চলাকালেই তিনি স্যামের দিকে ফিরে তাকে বলেন, ‘তুমি কেন বোলার হলে না!’ মজা করে বিষয়টি এক টুইটে নিজেই জানিয়েছেন স্যাম বিলিংস।
এবারের নিলামে অলরাউন্ডার ও পেসারদের নিয়েই আগ্রহ বেশি দেখিয়েছেন ফ্রাঞ্চাইজিরা। ঝাই রিচার্ডসন, নাথান কোল্টার-নাইলের মতো বোলাররা বিক্রি হয়েছেন চড়া দামে। প্রথম দফাতেই তাদের লুফে নেন ফ্রাঞ্চাইজিরা। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিসকে রাজস্থান রয়্যালস কিনেছে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে। আইপিএলের ইতিহাসের সবচেয়ে বেশি দামি খেলোয়াড় এখন মরিস। অথচ প্রথম দফায় স্যাম বিলিংসকে কিনতে কেউ আগ্রহই দেখায়নি। পরে নিজের ভিত্তিমূল্যে দল পেয়ে কোনোমতে মান বাঁচে তার। তাই উইকেটরক্ষক হওয়াতে প্রেমিককে অভাগাই মনে করছেন সারাহ। সূত্র : টাইমস নাউ।

 



 

Show all comments
  • Jack+Ali ২০ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৮ এএম says : 0
    Allah created us for test.. How to pass the test??? He gave us the manual in order to pass the test, Allah is so merciful that He exposed all the Question and also all the Answer, so body will fail the test, but we are failing the test all the time. Allah didn't created us for Joke and Gesture, i.e: Playing cricket, this useless work.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইপিএল

২৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ