মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বৈশ্বিক কোভিড-১৯ টিকাদান কর্মসূচি কোভ্যাক্সে ৪০০ কোটি মার্কিন ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার জি৭-এর অন্যান্য নেতাদের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠকে তার এই প্রতিশ্রুতি দেয়ার কথা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, চলতি মাসের শেষ দিকে প্রথম ২০০ কোটি ডলার ছাড় দেওয়া হবে। আর বাকি অর্থ পরবর্তী দুই বছরে দেওয়া হবে। প্রতিটি দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ২০ শতাংশের জন্য করোনাভাইরাসের টিকা সংগ্রহ ও বিতরণে আন্তর্জাতিক প্রকল্প কোভ্যাক্স। ধনী দেশগুলো যেখানে আগেভাগেই করোনার টিকার আদেশ ও মজুদ করে রেখেছে, সেখানে দরিদ্র দেশগুলোর জন্য তা কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে কোভ্যাক্স প্রকল্প হাতে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কয়েকটি ধনী দেশের সহায়তায় দরিদ্র দেশগুলোতে এই ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে। হোয়াইট হাউসের কর্মকর্তা বলেন, কোভ্যাক্ত প্রকল্পে প্রথম অবদান রাখতে পেরে যুক্তরাষ্ট্র উচ্ছ্বসিত। এএফপি ও এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।