মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
টিকার অপেক্ষায় থাকা বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য উৎপাদনকারীদের দেয়া প্রতিশ্রুতি পালনের আহবান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত বৃহস্পতিবার এ আহবান জানান ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসিস। তিনি বলেন, দরিদ্র দেশগুলোতে টিকার সরবরাহ নিশ্চিত করতে টিকা সংগ্রহ ও বিতরণে কোভ্যাক্স প্রস্তুত রয়েছে।
সংবাদ সম্মেলনে টেড্রোস বলেন, ‘চলতি বছরের শুরুতে আমি ১০০ দিনের মধ্যে বিশ্বের সব দেশের স্বাস্থ্যকর্মীদের টিকাদান নিশ্চিত করার আহবান জানিয়েছি। ডব্লিউএইচও অনুমোদিত মাত্র দুটি টিকা, অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ড টিকার প্রায় ৩৩ কোটি ৬০ লাখ ডোজ এবং ফাইজার বায়োটেকের ১২ লাখ ডোজ চলতি মাসের শেষের দিকে কোভ্যাক্সের মাধ্যমে পাঠানো হবে। ইউএন নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।