Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিকা উৎপাদকদের প্রতিশ্রুতি পালনের আহবান হু’র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৫ এএম

টিকার অপেক্ষায় থাকা বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য উৎপাদনকারীদের দেয়া প্রতিশ্রুতি পালনের আহবান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত বৃহস্পতিবার এ আহবান জানান ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসিস। তিনি বলেন, দরিদ্র দেশগুলোতে টিকার সরবরাহ নিশ্চিত করতে টিকা সংগ্রহ ও বিতরণে কোভ্যাক্স প্রস্তুত রয়েছে।

সংবাদ সম্মেলনে টেড্রোস বলেন, ‘চলতি বছরের শুরুতে আমি ১০০ দিনের মধ্যে বিশ্বের সব দেশের স্বাস্থ্যকর্মীদের টিকাদান নিশ্চিত করার আহবান জানিয়েছি। ডব্লিউএইচও অনুমোদিত মাত্র দুটি টিকা, অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ড টিকার প্রায় ৩৩ কোটি ৬০ লাখ ডোজ এবং ফাইজার বায়োটেকের ১২ লাখ ডোজ চলতি মাসের শেষের দিকে কোভ্যাক্সের মাধ্যমে পাঠানো হবে। ইউএন নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হু

১৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ