নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
কাতার বিশ্বকাপ ও চায়না এশিয়ান কাপ বাছাই পর্বে ‘ই’ গ্রুপে বাংলাদেশের বাকি আছে আরও তিন ম্যাচ। আগামী মার্চে আফগানিস্তান ও জুনে ভারত এবং ওমানের বিপক্ষে ঘরের মাঠে খেলার কথা ম্যাচগুলো। করোনারভাইরাসের প্রকোপ কমলে এই নতুন সূচী করে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। নতুন সূচী অনুযায়ী ২৫ মার্চ সিলেট জেলা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচ খেলার কথা বাংলাদেশের। কিন্তু ইতোমধ্যে আফগানরা জানিয়েছে যে, তারা বাংলাদেশে আসবে না। এএফসি’কেও বিষয়টি জানিয়েছে আফগানিস্তান। তবে এএফসি এখন পর্যন্ত এ ব্যাপারে চূড়ান্ত কিছু জানায়নি। বাংলাদেশে চাইছে নিজেদের মাঠে খেলতে। অন্যদিকে আফগানিস্তানের ইচ্ছা নিরপেক্ষ কোনো ভেন্যুতে খেলা। গত বুধবার এএফসির সঙ্গে ভার্চুয়াল সভা করেছে ‘ই’ গ্রুপের দেশগুলো। তবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ নিয়ে ধোয়াশা কাটেনি।
এ প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশননের (বাফুফে) অন্যতম সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এমপি বলেন,‘শুধু আফগানিস্তান ম্যাচই নয়, এরপর ভারত এবং ওমানের বিপক্ষে দু’টো ম্যাচও নিজেদের মাঠে খেলতে চাই আমরা। যদিও এএফসি এ ব্যাপারে এখনও আমাদের কিছু জানায়নি। আমাদের অবস্থান লিখিতভাবে জানাতে বলেছে এএফসি। সেটা জানিয়ে দেবো। তবে তারা বলেছে আগামী ২৩ ফেব্রুয়ারি চুড়ান্ত সিদ্ধান্ত জানাবে, নিশ্চিত করবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ কোথায় হবে। তবে স্বাগতিক দেশ হিসেবে আমরা প্রস্তুত আছি।’
তিনি যোগ করেন,‘মার্চে যদি খেলা হয়, তাহলে শিগগিরই অনুশীলন শুরু হবে জাতীয় দলের। লিগ কমিটির সঙ্গে সভা করে সুবিধাজনক সময়ে অনুশীলন শুরু করবো আমরা। লিগ চলার কারণে এখন সব খেলোয়াড় খেলার মধ্যেই আছে। প্রস্তুতির ঘাটতি হবে না।’
কাজী নাবিল আরও বলেন,‘আমাদের দেশে ক্রিকেট খেলা হয়েছে স্বচ্ছন্দে। অন্য দেশ খেলে গেছে কোনো ইনসিডেন্ট ছাড়া। তাছাড়া এখন করোনা পরিস্থিতিও অনেক ভালো। সরকারি সব মহলে কথা বলে রেখেছি। এখানে স্বাগতিক দেশ হিসেবে কাউকে আমন্ত্রণ জানালে তাদেরকে খুবই স্বল্প সময়ের কোয়ারেন্টিনে রেখে পরীক্ষা করে মাঠে নামানোর ব্যবস্থা করবো আমরা।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।