প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দীর্ঘদিন বন্ধ থাকার পর শুরু হয়েছে 'আদম' ছবির শুটিং। গত ১৬ ফেব্রুয়ারি থেকে ময়মনসিংহের ত্রিশালে শুরু হয়েছে শুটিং। 'আদম' ছবি দিয়েই চলচিত্রে অভিষেক হচ্ছে জান্নাতুল ফেরদৌস ঐশীর। সাবেক এই মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বলেন, 'প্রায় এক বছর পর শুটিং শুরু করলাম। কাজ করতে ভালো লাগছে। তবে সে সময় টানা শুটিং করে কাজটি শেষ হয়ে গেলে ভালো হতো। এই এক বছর চরিত্রের ধারাবাহিকতা ধরে রাখতে অনেক কিছু মেনে চলতে হয়েছে।'
প্রসঙ্গত, 'আদম' ছবিটি পরিচালনা করছেন তাওহীদ হিরণ। এখানে ঐশীকে দেখা যাবে গ্রামের একজন অতি সাধারণ নারীর চরিত্রে। গত বছরের শুরুর দিকে শুটিং চলাকালীন প্রকাশ পেয়েছিল একটি স্থিরচিত্র। সেখানে ঐশীকে গরুর গোবরের লাঠি বানাতে দেখা যায়।’
কিন্তু শুটিং চারদিন বাকি থাকতে করোনার জেরে ঘোষিত লকডাউনের জন্যে আটকে যায় ছবির কাজ। সেই বিরতি কাটিয়ে আবার শুরু হলো শুটিং। এর বিভিন্ন চরিত্রে ঐশী ছাড়াও রয়েছেন ইয়াশ রোহান, শহীদুজ্জামান সেলিম, মুনিরা মিঠু ও প্রাণ রায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।