নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
রেফারিজ কমিটি নিয়ে একি নাটক শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)? আগের দিন রেফারিজ কমিটি ভেঙ্গে দিয়ে বাফুফে নতুন কমিটি ঘোষণা করলেও চব্বিশ ঘণ্টা না ঘুরতেই ফের পরিবর্তন আনা হলো এই কমিটিতে। বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, এমপি’কে বুধবার নতুন রেফারিজ কমিটিতে কো-চেয়ারম্যানের পদ দিলেও বৃহস্পতিবার তাকে সরিয়ে এই পদে বসানো হয়েছে আগের কমিটির চেয়ারম্যান ও বাফুফের সদস্য জাকির হোসেন চৌধুরীকে। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রেফারিজ কমিটির কো-চেয়ারম্যানের পদে নিজের নাম দেখে হতবাক হয়েছিলেন কাজী নাবিল। তিনি নাকি এই পদে থাকতে চাননা। তাই ফের এই পরিবর্তন রেফারিজ কমিটিতে।
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিভিন্ন ম্যাচে রেফারিদের ভুমিকা নিয়ে নানা সমালোচনা অব্যহত রয়েছে। কয়েকটি ম্যাচে রেফারিদের সিদ্ধান্ত প্রশ্নের জন্ম দেয়। বিশেষ করে গত ১৩ ফেব্রæয়ারি বসুন্ধরা কিংসের বিপক্ষে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের গাম্বিয়ান ফরোয়ার্ড ওপর জোবের গোল বাতিল করার পরই মূলত বিতর্কিত রেফারিং নিয়ে সরব হয় দেশের ফুটবলাঙ্গন। যে কারণে ১৭ ফেব্রæয়ারি বাফুফের নির্বাহী কমিটির জরুরী সভায় সিনিয়র সহ-সভাপতি, পেশাদার লিগ ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদীকে রেফারিজ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়। আর কো-চেয়ারম্যান বানানো হয় কাজী নাবিলকে। কিন্তু কমিটিতে থাকার বিষয়ে অনিহা ছিল আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডাইরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদের। তাই ২৪ ঘণ্টা পেরুতে না পেরুতেই তাকে সরিয়ে দেওয়া হলো। এ বিষয়ে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন কাল সাংবাদিকদের বলেন, ‘আমরা কাজী নাবিলকে সরিয়ে দিয়েছে। কো-চেয়ারম্যান হিসেবে জাকির হোসেন চৌধুরীকে দায়িত্ব দিয়েছি।’ শেখ জামাল-বসুন্ধরা ম্যাচের যেই গোল বাতিল নিয়ে এত সমালোচনা ওমর জোবের করা সেই গোলটির ভিডিও ফুটেজ ফিফার কাছে ক’দিন আগেই পাঠিয়েছে বাফুফে। ফুটবলবোদ্ধাদের ধারণা সেটা ফাউল নয়, গোল হয়েছে- হয়তো ফিফা থেকে এমনটা জেনেছে বলেই রেফারিজ কমিটি পূণর্গঠন করে বাফুফে। তবে ফিফায় পাঠানো ভিডিওর কোনো উত্তর পায়নি এখনো পায়নি বাফুফে। যখনই পাবে, সবাইকে তা অবগত করা হবে বলে জানান বাফুফের সভাপতি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।