Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পশ্চিমবঙ্গেও ট্র্যাক্টর নিয়ে আসার হুঁশিয়ারি রাকেশ টিকাইতের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ৫:৩৬ পিএম

ভারতে ফসলের দাম বাড়ানো হয়নি, তবে জ্বালানির দাম বেড়েছে। এই পরিপ্রেক্ষিতে ভারতে বিক্ষোভরত কৃষি ইউনিয়নগুলোর মুখপাত্র রাকেশ টিকাইত বলেছেন, যদি কেন্দ্র এই বিষয়ে ব্যবস্থা না নেয় তবে আমরা আমাদের ট্রাক্টরগুলো পশ্চিমবঙ্গেও নিয়ে যাব। কারণ, কৃষকরা সেখানেও ভর্তুকি পাচ্ছেন না।

ভারতে বিক্ষোভরত কৃষি ইউনিয়নগুলো দাবি করেছে যে, সরকারকে অবশ্যই কৃষকদের সমস্যাগুলো ‘অবিলম্বে’ সমাধান করতে হবে অথবা তারা আন্দোলন আরও তীব্র করবে এবং আন্দোলনে যোগ দিতে আরও বেশি কৃষককে একত্রিত করবে।

মোদি সরকারের আনা বিতর্কিত তিন কৃষি আইন বাতিলের দাবিতে চলমান আন্দোলনের ৮৫ তম দিনে, বৃহস্পতিবার চার ঘন্টা ভারতব্যাপী রেল অবরোধ করা হয়। সম্মিলিত কিষাণ মোর্চা (এসকেএম) বেলা ১২ টা থেকে সন্ধ্যা ৪ টা অবধি শান্তিপূর্ণ বিক্ষোভের আবেদন জানিয়েছে। ‘রেল রোকো’ বিক্ষোভ চলাকালীন আটকা পড়বে এমন রেল যাত্রীদের জন্য, কিষাণ আন্দোলন কমিটির মুখপাত্র জগত্তর সিং বাজওয়া বলেছিলেন যে, তারা অসুবিধা এড়াতে যাত্রীদের জন্য পানীয়ের ব্যবস্থা করবেন। অবরোধের ডাকের প্রেক্ষিতে রেলওয়ে রেলওয়ে সুরক্ষা বিশেষ বাহিনীর (আরপিএফ) অতিরিক্ত ২০ টি কোম্পানিকে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে মোতায়েন করা হয়েছিল।

কৃষকরা গত বছরের ২৬ নভেম্বর থেকে দিল্লি সীমান্তে বিক্ষোভ চালিয়ে আসছে। তারা দৃঢ়তার সাথে জানিয়েছে যে, গত বছরের সেপ্টেম্বরে সরকার কর্তৃক প্রণীত আইনগুলো পুরোপুরি বাতিল করে না দেয়া পর্যন্ত বিক্ষোভ অনির্দিষ্টকালের জন্য চলবে। সূত্র: হিন্দুস্থান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ