Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনা অপরাধে ৬৮ বছর জেল খাটার পর জো লিগনের মুক্তি!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ৫:২৪ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রে বিনা অপরাধে ৬৮ বছর জেল খেটে মুক্তি পেলেন জো লিগন!বৃহস্পতিবার একটি বিশেষ প্রতিবেদনে সিএনএন এ তথ্য জানায়। সম্প্রতি পেনিসেলভেনিয়ার একটি আদালতের রায়ে তিনি মুক্তি পান। ১৯৫৩ সালের ফেব্রুয়ারিতে জো লিগন যখন গ্রেপ্তার হন তখন তার বয়স ছিল ১৫ বছর। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল তাকে। তদন্তে জানা যায়, ফিলডেলফিয়ায় ডাকাতি ও ছুরিকাঘাতের এক মামলায় ফেসে গিয়েছিলেন তিনি ওই ঘটনায় ছয়জন আহত ও দুইজন নিহত হন। -সিএনএন

গত সপ্তাহে মুক্তি পাওয়ার পর সেই ঘটনার কথা স্মরণ করে লিগন বলেন, রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। তখনই আমাকে গ্রেপ্তার করা হয়। আমাকে কেন গ্রেফতার করা হচ্ছে জানতাম না। তার আইনজীবী বলেছেন, কখনই লিগন হত্যার কথা স্বীকার করেননি। এর আগে প্যারোলে মুক্তির সুযোগ পেয়েছিলেন লিগন। কিন্তু তিনি নেননি। তিনি বলেন, আমি এখন বৃদ্ধ হয়েছি। আমি আর বাচ্চা নই। আমার জন্য অপেক্ষায় ও নেই কেউ। আমি শুধু বড় মানুষই নই, আমি একজন বৃদ্ধ এবং প্রতিদিন আরও হয়ে যাচ্ছি। ইনজীবী ব্রেডলি ব্রিজ বলেন, যে শিশুটি ১৯৫৩ সালে অপরাধমূলক কর্মকাণ্ড করেছিল তার আর অস্তিত্ব নেই। ২০২১ সালে এসে যিনি কারাগার থেকে বের হলেন তার বয়স এখন ৮৩ বছর। এখন অনেক বদলে গেছেন লিগন, তিনি কারও জন্য হুমকিও না। এছাড়া প্রমাণিত হয়েছে লিগন মোটেও অপরাধী নয়।



 

Show all comments
  • Jack+Ali ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ৯:০১ পিএম says : 0
    Product of Democracy????????????????????
    Total Reply(0) Reply
  • Ahsan habib ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ৭:১৭ পিএম says : 0
    If he was sent to Bangladesh prison it would have been better for him and he would be freed 50 years ago without so much delay
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ