মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
একজন সাংবাদিকের বিরুদ্ধে করা মানহানির মামলায় হেরে গেছেন ভারতের সাবেক প্রতিমন্ত্রী। সাংবাদিক প্রিয়া রামানি এবং আরো কয়েকজন নারী সাবেক মন্ত্রী এম জে আকবরের বিরুদ্ধে ‘যৌন শিকারির মতো আচরণ’ করার অভিযোগ তুলেছিলেন। এই রায় ‘মি-টু’ আন্দোলনের ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলতে পারে।
গতকাল বুধবার একজন বিচারক রায়ে বলেন, যৌন নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য একজন নারীকে শাস্তি দেওয়া যায় না। রামানি বলছেন, যে নারীরা কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, তিনি নিজেকে তাদের প্রতিনিধি বলে মনে করছেন।
ভারতের ‘মি-টু’ আন্দোলনে অভিযুক্ত সবচেয়ে পদস্থ ব্যক্তিদের একজন প্রখ্যাত সম্পাদক এবং লেখক থেকে রাজনীতিবিদ বনে যাওয়া আকবর। ২০১৮ সালের অক্টোবর মাসে ওই কেলেঙ্কারির পর তিনি জুনিয়র পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।
এরপর তিনি রামানির বিরুদ্ধে মামলা করেন, যে মামলার অভিযোগে বলা হয়, রামানির অভিযোগের কারণে তার তারকা-সমান সম্মানের ক্ষতি হয়েছে। সূত্র : বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।