মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সব আমেরিকানের জন্য করোনাভাইরাসের টিকা আগামী জুলাই নাগাদ নিশ্চিত করার অঙ্গীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী বড়দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন । তিনি মঙ্গলবার সিএনএন টাউন হল অনুষ্ঠানে নিজের এমন আশাবাদের কথা জানান। -সিএনএন
ওই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বর্ণ বৈষম্য, বিচার বৈষম্য, অভিবাসন, পররাষ্ট্রনীতি, অভ্যন্তরীণ সন্ত্রাস, সমস্যা সমাধান, শিক্ষা, রাজনীতি, অর্থনীতিসহ বিভিন্ন খাতে নিজের পরকল্পনা নিয়ে কথা বলেন বাইডেন। তিনি উল্লেখ করেন ১ দশমিক ৯ ট্রিলিয়ন করোনাভাইরাস রেসকিউ প্যাকেজের কথা। কংগ্রেসে এই প্যাকেজের অনুমোদন পাওয়ার ব্যাপারে নিজের আশাবাদের কথাও জানান তিনি। বাইডেন প্রশাসনের আশা, এর রেসকিউ প্যাকেজের মাধ্যমে আমেরিকানদের থোক বরাদ্দ দেওয়া, বেকারত্ব নিরসন, দারিদ্র নিরসন, ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা করা এবং অন্যান্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন হবে।
জো বাইডেন বলেন, তিনি যখন দায়িত্ব নিয়েছিলেন তখন সরকারের হাতে মাত্র পাঁচ কোটি ডোজ ভ্যাকসিন ছিল। তবে আগামী জুলাইয়ের শেষ নাগাদ আমরা এটিকে ৬০ কোটিতে উন্নীত করবো। প্রত্যেক আমেরিকানকে ভ্যাকসিন দেওয়ার জন্য এটি যথেষ্ট। ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মৃত্যু হয়েছে চার লাখ ৯৯ হাজার ৯৯১ জনের। মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ৮৩ লাখ ৮১ হাজার ২২০।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।