Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার সিনেট নেতা ম্যাককনেলকে ব্যক্তিগত আক্রমণ করলেন ট্রাম্প!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ৫:৪৫ পিএম

এবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্পের ব্যক্তিগত পর্যায়ে আক্রমণে শিকার হলেন নিজদলের ঘনিষ্ঠ মিত্র রিপাবলিকান সিনেটর মিশ ম্যাককনেল। এসময় ট্রাম্প একগুঁয়ে, জঘন্য ও গোমড়ামুখোর মত শব্দগুচ্ছ ব্যবহার করেন। ট্রাম্প যখন একতরফা ভোট জালিয়াতির অভিযোগ করছিলেন, তখনও ম্যাককনেল মৌনতা অবলম্বনে সম্মতিসূচক সমর্থন করেছেন। ট্রাম্প ক্যাপিটলে হামলার উস্কানি দিয়ে বক্তব্য রাখলে ম্যাককনেলের মৌনতা ভেঙ্গে যায়। -সিএনএন

ম্যাককনেল ক্যাপিটল হিলের হামলায় ট্রাম্পের নৈতিক দায়িত্ব নিয়ে সমালোচনা করেন। সিনেটে বলেন, ট্রাম্পের ফৌজদারি ও দেওয়ানি মামলার মুখোমুখি হওয়া উচিত। আর তাতেই চটে যান ট্রাম্প। হোয়াইট হাউস থেকে বের হবার এক মাস পর দীর্ঘ এক বিবৃতিতে ট্রাম্প বলেন ম্যাককনেলের রাজনৈতিক দূরদর্শিতা, প্রজ্ঞা, দক্ষতা ও ব্যক্তিত্বের ঘাটতি আছে। অভিশংসন থেকে রক্ষা পাওয়ার পর চরম ডান রক্ষণশীল অনেক রিপাবলিকান নেতারা ট্রাম্পের কাছে ধর্ণা দিতে বাধ্য হচ্ছেন। প্রতিনিধি পরিষদে রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থিসহ সিনেটর লিন্ডসে গ্রাহাম ট্রাম্পের সঙ্গে বৈঠকও করছেন। ২০২২ সালে যুক্তরাষ্ট্রের সিনেটে মধ্যবর্তী নির্বাচন হবে। সেই নির্বাচনে দলের জন্য তারা ট্রাম্পের সহযোগিতা চেয়েছেন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ