বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট নগরীর চৌহাট্টায় দীর্ঘদিন থেকে ফুটপাত দখল করে গড়ে তুলা হয় মাক্রোবাসের অবৈধ স্ট্যান্ড। সিসিক ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার স্ট্যান্ড সরিয়ে নিতে নির্দেশ দেয়া হলেও দখলবাজ পরিবহন শ্রমিক নেতারা স্ট্যান্ড সরিয়ে নিতে গড়িমসি শুরু করে। এমনকি সিসিকের কাছে স্ট্যান্ডের জন্য তারা জায়গা দেয়ার দাবি জানালে এতে সম্মতি দেয় সিসিক। জায়গাও খোঁজতে শুরু করে সিসিক। শ্রমিক নেতারা আশ্বাস দেন সিসিকের কাজ শুরু হলেই তারা স্ট্যান্ড ছাড়বেন। সিসিক তাদের কথামত কাজ শুরু করে। আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) সিসিক যখন কাজ শুরু করে তখন কয়েকজন পরিবহন শ্রমিক যানবাহন সরিয়ে নিলেও এক শ্রমিক নেতার নির্দেশে তারা পূনরায় স্ট্যান্ডে গাড়ি রাখেন। প্রশাসন ও সিসিকের কাউন্সিলর তাদেরকে বুঝিয়েও স্ট্যান্ড ছাড়াতে পারেননি। একপর্যায়ে পরিবহন শ্রমিকরা হামলা চালায়। এসময় পুলিশের কয়েকজন সদস্য ও সিসিকের কয়েকজন কর্মী আহত হন। এদিকে সংঘর্ষ চলাকালে পরিবহন শ্রমিক ফরসল আহমদ ফরহাদ গুলি করার প্রস্তুতি নিলে পুলিশ তাকে হাতেনাতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করে। এসময় পুলিশ তার কাছ থেকে একনলা একটি বন্দুক উদ্ধার করে। এদিকে সংঘর্ষের পর পরই ট্রাফিক পুলিশ অভিযান শুরু করে চৌহাট্টা এলাকায়। আজ দুপুর দেড়টা থেকে ট্রাফিক পুলিশ সংঘর্ষে ভাংচুরকৃত যানবাহন রেকার করা শুরু করে। রেকারকৃত যানবাহন পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, চৌহাট্টায় সিসিকের উন্নয়ন কাজ শুরু করার পূর্বে ফুটপাত দখল করে যারা স্ট্যান্ড করেছেন তাদের সাথে একাধিকবার বৈঠক হয়। তারা উন্নয়ন কাজের স্বার্থে স্ট্যান্ড ছাড়ার কথা দিয়ে ৩দিনের সময় নেয়। কিন্তু এই সময়ে মধ্যে তারা স্ট্যান্ড সরিয়ে নেয়নি। বরং শ্রমিকদের কাজ না করতে উল্টো হুমকি দেয়া হয়। আজ (১৭ ফেব্রুয়ারি) সকালে সিসিকের কর্মীরা কাজ শুরু করতে গেলে পরিবহন শ্রমিকদের কয়েকজন তাদের যানবাহন সরিয়ে নিলে কাজ শুরু করে সিসিক। এরপর পরিবহন শ্রমিকদের একজন নেতা পূনরায় গাড়িগুলো স্ট্যান্ডে নিয়ে আসার জন্য নির্দেশ দিলে শ্রমিকরা গাড়ি নিয়ে আসে। সাথে সাথে বিষয়টি আমি পুলিশ সহ প্রশাসনের উধর্বতন কর্মকর্তাদেরকে জানালে তারা ঘটনাস্থলে এসে পরিবহণ শ্রমিকদেরকে অবৈধ স্ট্যান্ড সম্পর্কে বুঝাতে শুরু করেন। খবর পেয়ে সিসিকের কয়েকজন কাউন্সিলর ঘটনাস্থলে গেলে শ্রমিকরা উত্তেজিত হয়ে ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে। এসময় সিসিকের কয়েকজন শ্রমিক আহত হন।
মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। সংঘর্ষে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। এছাড়াও আগ্নেয়াস্ত্রসহ এক শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় প্রস্তুতি চলছে মামলা দায়েরের ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।