Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীরে দু’দিনের সফরে ইউরোপ-আফ্রিকার রাষ্ট্রদূতরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ৪:৪৭ পিএম

ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর সেখানকার পরিস্থিতি দেখতে দু’দিনের সফরে গেলেন ইউরোপ ও আফ্রিকার রাষ্ট্রদূতরা। আজ বুধবার উপত্যকার বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন তাঁরা। এই কেন্দ্রশাসিত এলাকাটিতে মোদী সরকার উন্নয়নে কী কাজ করছে তা দেখবেন এই রাষ্ট্রদূতরা। একইসঙ্গে জম্মু কাশ্মীরের নিরাপত্তার দিকটিও খতিয়ে দেখবেন তাঁরা। বিদেশি এই রাষ্ট্রদূতদের সফর ঘিরে উপত্যকার নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

ইতিমধ্যেই ২০ সদস্যের কূটনীতিক দলটি শ্রীনগরে পৌঁছে গিয়েছেন বলে জানা গিয়েছে। এর মধ্যেই কাশ্মীরে জেলা উন্নয়ন পর্ষদ বোর্ড গঠন করা হয়েছে। সেই বোর্ডের সদস্যদের সঙ্গেও বুধবার কূটনীতিক দলের দেখা করার কথা আছে। এই দলের মধ্যে ফ্রান্স, ইতালি, ফিনল্যান্ড, ব্রাজিলের মতো দেশের কূটনীতিকরা রয়েছে বলে জানা গেছে।

জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ হওয়ার পর থেকে মোদি সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। কেন্দ্র শাসিত অঞ্চলটির আর্থ সামাজিক ব্যবস্থা ভেঙে পড়েছে বলে অভিযোগ রয়েছে। রাজনৈতিক নেতাদের হয়রানি করারও অভিযোগ উঠেছে। ইউরোপ ও আফ্রিকার কূটনৈতিক দলটি কাশ্মীরের সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ীদে সঙ্গে বথা বলবেন বলে জানা গেছে। জানা গেছে, দুই দিনের সফরে কুটনৈতিক দলটি প্রথম দিন কাশ্মীরে থাকবেন। দ্বিতীয় দিন তারা জম্মুতে যাবেন। গত বছরে ১৭টি দেশের একটি কুটনৈতিক দল জম্মু ও কাশ্মীরে সফর করেছিলেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর দীর্ঘদিন সাধারণ মানুষ গৃহবন্দি ছিলেন। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। ধীরে ধীরে ইন্টারনেট পরিসেভা চলা করা হলেও ৪জি পরিষেবা চালু করা হ। দীর্ঘদিন রাজনৈতিক নেতাদের বন্দি করে রাখা হয়। এমনকি তাদের সঙ্গে দেখা করতেও দেওয়া হয় না। সূত্র : এনডিটিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ