Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইলে নারী সৈনিকদের ওপর বাড়ছে যৌন নির্যাতন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪৫ পিএম

ইসরাইল সেনাবাহিনীতে নারী সহকর্মীদের ওপর যৌন হয়রানির ঘটনা বেড়েছে। বিগত কয়েক বছরের চেয়ে ২০২০ সালে এ যৌন হয়রানির পরিমাণ ২৪ শতাংশ বেড়েছে বলে দাবি করা হয়েছে। শিহাব নিউজ এজেন্সির বরাত দিয়ে মঙ্গলবার এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

নিউজ পোর্টালটিতে সূতের বরাত দিয়ে বলা হয়েছে, ইসরাইল সেনাবাহিনীর জেন্ডার অ্যাফেয়ার্স অ্যাডভাইজর চিফ অব স্টাফ বিগ্রেডিয়ার জেনারেল ইয়াফাত ইয়েরুশালমি একটি প্রতিবেদন প্রস্তুত করেছেন। এতে দাবি করা হয় ২০২০ সালে ইসরাইল মিলিটারি পুলিশে ১৫৪২টি যৌন হয়রানির ঘটনা ঘটেছে। যা গত কয়েক বছরের চেয়ে ২৪ শতাংশ বেশি।

বিভিন্ন ইসরাইলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বলা হয়, ২০১২ সাল থেকে প্রতি বছর এ যৌন হয়রানির ঘটনা বাড়ছে। কয়েকটি ঘটনায় নারীরা আইনি পদক্ষেপ নিয়েছেন। ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র বলেন, এ বিষয়টি উদ্বেগ ও বিপজ্জনক, ইসরাইলি সেনাবাহিনী এই বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ