বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজারে শহরে ভেজাল, অনুমোদনহীন ওষুধের মওজুদ ও বিক্রির বিরুদ্ধে অভিযানে নেমেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব—১৫ এর ভ্রাম্যমাণ আদালত। এসময় ১৪ টি ফার্মেসিকে ৮ লাখ ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের হাসপাতাল সড়ক ও মোটেল মোটেল জোনে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব—১৫ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।
র্যাব—১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে শহরের হাসপাতাল সড়কস্থ আর আর ফার্মেসিকে ৫০ হাজার, রামু প্লাস মেডিকোকে ৫০ হাজার, প্রেসক্রিপশন ফার্মেসীকে ২ লক্ষ টাকা, আশরাফ মেডিকোকে ৩০ হাজার টাকা, নিলুফা মেডিকোকে ২৫ হাজার টাকা, নাফ মেডিকোকে ৭০ হাজার টাকা কক্সবাজার সার্জিক্যালকে ৩০ হাজার টাকা, ব্রাদার্স মেডিকোকে ৫০ হাজার টাকা, পপুলার ফার্মেসীকে ৩০ হাজার টাকা, শাহাব ফার্মেসীকে ৫০ হাজার টাকা, মায়ের স্বপ্ন মেডিকেল হলকে ৩৫ হাজার টাকা, মেসার্স বৈশাখী ফার্মেসীকে ২০ হাজার টাকা, সাফা মারওয়া ফার্মেসীকে ৪০ হাজার টাকা ও বিএন ফার্মেসীকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
ফার্মেসীর গুলোর বিরুদ্ধে ঔষধ আইন ১৯৪০ এর ১৮ ধারা মোতাবেক পৃথক পৃথক মামলা রুজু করা হয়।
এই ফার্মেসী থেকে উদ্ধার করা হয় ১০ লাখ টাকা মূল্যমানের মেয়াদোত্তীর্ণ ওষুধ, যা পরবর্তীতে ধ্বংস করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
এসব মেয়াদ উত্তীর্ণ ওষুধ সেবনের পর দীর্ঘ মেয়াধী সমস্যায় ভুগতো রোগীরা। এসব ওষুধ বিক্রয়কে ঘিরে কক্সবাজারে গড়ে উঠেছে একটি অসাধু চক্র। তাদের দমনে নেমেছে প্রশাসন অভিযানকালে এমনটাই জানান ওষুধ প্রশাসনের ওই কর্মকর্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।