মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারত মহাসাগরের উত্তর অংশে চলমান রাশিয়া ও ইরান যৌথ নৌ মহড়ায় ভারতও অংশ নেবে বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানযাদি। গত মঙ্গলবার থেকে রাশিয়া ও ইরানে মধ্যে যৌথ নৌ-মহড়া শুরু হয়েছে। এবারের এই মহড়ার নাম রাখা হয়েছে ‘দ্যা মেরিন সিকিউরিটি বেল্ট এক্সারসাইজ’।
এই বিষয়ে ইরানের নৌ কমান্ডারের বক্তব্য, গত বছর থেকে সাগরের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে ধারাবাহিকভাবে এমন যৌথ নৌ- মহড়ার আয়োজন করা হচ্ছে। এদিন যৌথ মহড়ার প্রথম দিনে রাশিয়ার নৌবহর তাদের সঙ্গে যুক্ত হয়েছে। ভারতীয় বাহিনীও আগামী দিনে এতে যোগ দেবে।
তিনি আরও বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলে একই সময়ে একাধিক ইতিবাচক ঘটনা ঘটছে। পাকিস্তানের উদ্যোগেও 'আমান' শীর্ষক মহড়া চলছে। ঐ মহড়ার লক্ষ্য নিরাপত্তা বিধান।
পাকিস্তানের ঐ মহড়ায় ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের দক্ষিণাঞ্চলীয় নৌবহরের কমান্ডার অংশ নিচ্ছেন এবং পুরো মহড়া পর্যবেক্ষণ করছেন।
ইরানের নৌ কমান্ডার খানযাদি আরও বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলে যেসব উদ্যোগ দেখা যাচ্ছে তাতে এটা স্পষ্ট নৌশক্তিতে অগ্রগামী দেশগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ছে এবং তারা যৌথভাবে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে।
যৌথ মহড়ায় যোগ দিতে ইতিমধ্যে রাশিয়া থেকে একটি ধ্বংসকারী, একটি রসদবাহী যুদ্ধজাহাজ এবং হেলিকপ্টার এসেছে। ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে ১৭ হাজার বর্গ কিলোমিটার এলাকাজুড়ে এই মহড়ার আয়োজন করা হয়েছে। সূত্র : পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।