Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যাপিটল হিল হামলার ঘটনায় স্বাধীন তদন্ত কমিশন চেয়ে পেলোসির চিঠি!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ৮:১৯ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ‘ক্যাপিটল হিলে’ হামলার ঘটনা তদন্তে স্বাধীন তদন্ত কমিশন গঠনের আহ্বান জানিয়ে আইনপ্রণেতাদের চিঠি দিয়েছেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার ঘটনায় গঠিত স্বাধীন কমিশনের আদলে এ কমিশন চান।আমেরিকার স্থানীয় সময় সোমবার স্পিকার পেলোসি কংগ্রেসের উভয় দলের আইনপ্রণেতাদের চিঠি দেন। -বিবিসি

তিনি জানিয়েছেন, অবশ্যই স্বাধীন ব্যক্তিদের দিয়ে কমিশন গঠন করা হবে। এই কমিশনে কোনও ডেমোক্র্যাট বা রিপাবলিকান আইনপ্রণেতা থাকবেন না, এমন ইঙ্গিতই দিয়েছেন পেলোসি। গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ও হামলার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ঘটনা কীভাবে ঘটেছিল আমাদের অবশ্যই সত্যটা জানতে হবে।’ ‘প্রকৃত ঘটনা এবং এর কারণ, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে হস্তক্ষেপ এবং পুলিশ ও অন্যান্য সংস্থার প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণের বিষয়টি’ কমিশন তদন্ত করবে এবং প্রতিবেদন দেবে বলে জানান স্পিকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ