Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নার্সিং হোমে মৃত্যুর সংখ্যা নিয়ে নিজের ভুল স্বীকার করলেন নিউ ইয়র্কের গভর্নর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ৭:১৩ পিএম

নার্সিং হোমে মৃত্যুর সংখ্যা নিয়ে নিজের ভুল স্বীকার করে নিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো।প্রথমবারের মতো এই ব্যাপারে নিজের ভুল স্বীকার করে নিয়েছেন কুমো। তিনি বলছেন, নার্মিং হোমগুলোতে মৃত্যুর সংখ্যা নিয়ে তার প্রশাসনে স্বচ্ছতার অভাব ছিলো। তবে এটিকে তিনি ভুল বলে মনে করেন। রাজ্যের আইনপ্রণেতা, সাংবাদিক ও সাধারণ মানুষের প্রশ্নের মুখে কুমো মুখ খুললেও তিনি মনে করেন, তার প্রশাসন ষড়যন্ত্রতত্ত্বের শিকার। -সিএনএন, নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল

জানুয়ারি মাসে নিউইয়র্কের অ্যাটর্নি লেটিটিয়া জেমস একটি প্রতিবেদন তৈরি করেন। তিনি দাবি করেন, নিউ ইয়র্কের ডিপার্টমেন্ট অব হেলস নার্সিং হোমগুলোতে ঘটা মৃত্যুর অর্ধেকই গণনা করেনি। বিশেষত যাদের হাসপাতালে নেওয়া হয়েছে, তারা এই গণনা থেকে বাদ পড়েছেন। ৬২টি নার্সিং হোমের হিসেব নিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। যা রাজ্যটির মোট নার্সিং হোমের প্রায় ১০ শতাংশ। এমন একটি নার্সিং হোম মিলেছে যেখানে ২৯জন মারা গেছেন। কিন্তু সরকার সেখানে একটি মৃত্যুরও হদিস পায়নি। তবে কুমো এজন্য পুরোপুরি ক্ষমাও চাননি। কোভিড-১৯ এর শুরুতে অ্যান্ড্রু কুমোকে রীতিমতো সুপারহিরোর তকমা দিয়েছিলো মার্কিন মিডিয়া। কারণ তিনি নিজের নির্বাহী ক্ষমতার ব্যবহার করে এই মহামারি মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রাখছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ