বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী বিভাগে একদিনে সর্বনিম্ন পাঁচজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার নমুনা পরীক্ষায় তিন জেলায় তারা শনাক্ত হন। রাজশাহী বিভাগে একদিনে এত কম সংখ্যক করোনা রোগী আর কখনও শনাক্ত হননি।
মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, নতুন শনাক্ত পাঁচজনের মধ্যে তিনজনের বাড়ি বগুড়া। আর অন্য দুজনের মধ্যে একজনের বাড়ি রাজশাহী এবং অপরজন নাটোরের বাসিন্দা।
সোমবার বিভাগে ১৮ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এদের মধ্যে ১০ জনেরই বাড়ি বগুড়া। এছাড়া এ দিন রাজশাহীর সাতজন এবং নাটোরের একজন সুস্থ হয়েছেন। সোমবার বিভাগে করোনাভাইরাসে নতুন করে কারও মৃত্যু হয়নি। রাজশাহী বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৩৯৩ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৪৮৩ জন। এদের মধ্যে ২৩ হাজার ৮৫৩ জন সুস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৯৮০ জন কোভিড-১৯ রোগী। সোমবার হাসপাতালে ভর্তি হয়েছেন দুইজন। তাদের বাড়ি বগুড়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।