Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়া থানা পুলিশের আয়োজনে করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন ক্যাম্প শুরু

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ৬:০৫ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় পুলিশের উদ্যোগে করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন বুথ খোলা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় কলাপাড়া থানা পুলিশের আয়োজনে কলাপাড়া থানার সামনে ভলিবল খেলার মাঠে করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন বুথের প্রাথমিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান শাহিনা নাসরিন সীমা, কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আসাদুর রহমান, এস আই আল আমিন সহ অন্যান্য অফিসারবৃন্দ।

উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান শাহিনা নাসরিন সীমা রেজিস্ট্রেশন করে বলেন, কলাপাড়া থানা পুলিশের এ মহতি উদ্যোগকে স্বাগত জানাই। তিনি আরও বলেন, সাধারণ মানুষের জন্য এটি একটি বড় পাওয়া।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, বিনা খরচে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৪০ বছরের বেশি বয়সী সব শ্রেণি পেশার মানুষ এই বুথ থেকে করোনা ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন সুবিধা পাবেন। শুধু জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বরের মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান থাকবে। নানা জটিলতা ও প্রতিবন্ধকতা কাটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ মহৎ উদ্যোগকে সফল করতে কলাপাড়া থানা পুলিশ ফ্রি করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন বুধ স্থাপন করেছে। তিনি আরও বলেন, সাধারণ মানুষের কথা মাথায় রেখে প্রয়োজনে উপজেলার বিভিন্ন গ্রামে এ ধরনের পুলিশী কার্যক্রম চলমান থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পটুয়াখালী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ