Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জালালের সিদ্ধান্তের ভিডিও ফুটেজ ফিফায় পাঠিয়েছে বাফুফে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ৮:৩৬ পিএম

ঘরোয়া ফুটবলে সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ১৩ ফেব্রুয়ারি বসুন্ধরা কিংস ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারি জালাল উদ্দিন একটি বিতর্কিত সিদ্ধান্ত দেন। যে সিদ্ধান্ত নিয়ে বর্তমানে আলোচনা-সমালোচনায় সরব দেশের ফুটবল অঙ্গন। যে কারণে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বসুন্ধরা-শেখ জামাল ম্যাচের ভিডিও ফুটেজ ফিফার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তথ্যটি সোমবার জানিয়েছেন বাফুফের সভাপতি কাজী মো. সালাউদ্দিন। তিনি বলেন,‘ওই সিদ্ধান্তের বিষয়ে আমি কোনো বক্তব্য দেবো না। আমরা এই ভিডিওটা ইতিমধ্যেই ফিফায় পাঠিয়ে দিয়েছি তাদের মতামতের জন্য। ওখানেতো বিশ্বের সেরা অভিজ্ঞরা আছেন। ওখান থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমার কোনো মন্তব্য করা ঠিক হবে না।’

গত শনিবার বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ও শেখ জামাল ম্যাচের ৮৮ মিনিটে বসুন্ধরার জালে বল পাঠিয়েছিলেন জামালের গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর জোবে। কিন্তু ম্যাচের রেফারি জালাল উদ্দিন ওই গোল বাতিল করে জোবের বিরুদ্ধে ফাউলের বাশি বাঁজান। জোবেকে আটকানোর চেষ্টা করা বসুন্ধরা কিংসের ডিফেন্ডার ও অধিনায়ক তপু বর্মণকে ফাউল করা হয়েছে বলে সিদ্ধান্তটি দিয়েছিলেন রেফারি জালাল। অথচ ওমর জোবে যখন বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন তখন তার পেছনে ছিলেন তপু বর্মণ। এমনকি এক পর্যায়ে তপু পেছন থেকেই জোবের জার্সি টেনে ধরার চেষ্টা করেছিলেন। টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা গেছে ওমর জোবে বারে শট নেয়ার সময়ই ভারসাম্য হারিয়ে মাঠে পড়ে যান বসুন্ধরার অধিনায়কস তপু। কিন্তু রেফারি জালাল উদ্দিন বিতর্কিত সিদ্ধান্ত দেন। ওমর জোবে গোল করার পর তিনি তা বাতিল করে উল্টো বসুন্ধরার পক্ষে ফাউলের বাঁশি বাজান। গোল বাতিল করায় জামালের ফুটবলাররা প্রতিবাদ করলে তা কাজে আসেনি। ওই সিদ্ধান্তের প্রতিবাদে ম্যাচ শেষে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেছিলেন শেখ জামাল কর্তারা। তাদের অভিযোগ, রেফারি উদ্দেশ্যমূলকভাবে তাদের গোল বাতিল করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ