Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

মাঝ আকাশে জ্বালানি শেষ, পাকিস্তানে ভারতীয় বিমানের জরুরি অবতরণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ৭:২৩ পিএম

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ বিমানবন্দরে গতকাল রোববার ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্স জরুরি অবতরণ করতে বাধ্য হয়। মাঝ আকাশে জ্বালানি শেষ হয়ে যাওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সটি ইসলামাবাদ এয়ারপোর্টে অবতরণ করে।

পাকিস্তানের নিউজ চ্যানেল দুনিয়া নিউজ জানায়, এই এয়ার অ্যাম্বুলেন্সটি পাকিস্তানের সিভিল অ্যাভিয়েশন অথরিটি সঙ্গে যোগাযোগ করে জানায়, তাদের জরুরি অবতরণ করতে হবে। কারণ জ্বালানি প্রায় শেষ। এই ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সে ছিলেন একজন ব্রিটিশ রোগী, চিকিৎসক ও দুজন নার্স। দমদম বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল এই এয়ার অ্যাম্বুলেন্সটি।
এয়ার অ্যাম্বুলেন্সটি যাচ্ছিল তাজাকস্তানের রাজধানী দুশানবেতে। এরপর মাঝ আকাশেই দেখা যায় জ্বালানি প্রায় শেষের পথে। রীতিমত সমস্যায় পড়তে হয় বিমান চালকদের। বাধ্য হয়ে ইসলামাবাদ এয়ারপোর্টের সিএএ-র সাথে কথা বলে জরুরি অবতরণের অনুমতি চাওয়া হয়। অতপর অনুমতি মেলে। দু ঘন্টা পরে জ্বালানি ভরে ফের দুশানবেতের দিকে রওনা দেয় এয়ার অ্যাম্বুলেন্সটি। সূত্র: ইয়াহু নিউজ, হিন্দুস্তান টাইমস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ