Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরাকে ১৬ আইএস জঙ্গি গ্রেফতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৫৮ এএম

ইরাকের নিরাপত্তা বাহিনী আইএস জঙ্গিকে গ্রেফতার করেছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শনিবার ১৬ কিরকুক ও মসুল প্রদেশে সন্ত্রাসবিরোধী অভিযানে ওই আইসএস জঙ্গিদের গ্রেফতার করা হয়।

২০১৪ সালে ইরাকের মসুল, সালাদিন ও আনোয়ার প্রদেশের পূর্ণ নিয়ন্ত্রণ নেয় আইএস। এ ছাড়া ডিয়ালা ও কিরকুক প্রদেশের কিছু অংশও সেই সময় দখলে নেয় জঙ্গি সংগঠনটি।

২০১৯ সালের ৯ ডিসেম্বার তৎকালীন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি দেশটিকে আইএসমুক্ত ঘোষণা করেন।

তিন বছর পর সম্প্রতি আবারও বেশ কয়েকটি হামলা চালিয়ে জঙ্গি সংগঠনটি তাদের অস্তিত্বের জানান দিলে নতুন করে সাঁড়াশি অভিযান শুরু করে ইরাকের নিরাপত্তা বাহিনী।

সূত্র: আনাদোলু



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরাক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ