Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাগুন অডিও ভিশনের ভালোবাসার বিশেষ পাঁচফোড়ন

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৬ এএম

দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন প্রতিবারের মত এবারও ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণ করেছে ভালোবাসার বিশেষ পাঁচফোড়ন। পাঁচফোড়ন একটি ভিন্ন ধারার ম্যাগাজিন অনুষ্ঠান। নাটকীয়ভাবে এর প্রতিটি আইটেম উপস্থাপন করা হয়। গত প্রায় দেড় যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায়। প্রতিবারের মত এবারও ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় রকমারী আয়োজন নিয়ে সাজানো হয়েছে এবারের ভালোবাসার বিশেষ এই পাঁচফোড়ন। করোনাকালীন ভালোবাসা দিবসে একজোড়া শ্রমজীবী নবদম্পতির আবেগ-অনুভূতি নিয়ে সাজানো হয়েছে এবারের পাঁচফোড়ন। একটি গার্মেন্টস ফ্যাক্টরীতে চাকুরী করে এই দম্পতি। সেখানে দু’জনের মধ্যে প্রেম আর প্রেম থেকে বিয়ে। বিয়ের পর এটাই তাদের জীবনের প্রথম ভালোবাসা দিবস। দিবসটি সম্পর্কে অভিজ্ঞতা নিতে দু’জনই ছুটি নিয়ে ঘুরতে বেড়িয়েছে আর ঘুরতে গিয়েই ঘটতে থাকে বিভিন্ন ঘটনা। এইসব ঘটনার ফাঁকে ফাঁকে প্রসঙ্গক্রমে আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের উপর চমৎকার সব রিপোর্টিং। পাঁচফোড়নের প্রতিটি পর্বেই উপস্থাপনার ঢং ভিন্নরকম যেখানে নির্দিষ্ট কোন উপস্থাপক থাকে না। দেশের বিভিন্ন তারকা শিল্পীরা এর উপস্থাপনায় অংশ গ্রহন করেন। এবারের পাঁচফোড়নে নব দম্পতির ভূমিকায় অভিনয় করেছেন অভিনয় তারকা সারিকা ও সাঈদ বাবু। এবারের পাঁচফোড়নে মূল গান রয়েছে ৩টি। ‘পিরিতি কাঁঠালের আঠা...’ শীর্ষক জনপ্রিয় লোকসঙ্গীতটি ভিন্নভাবে পরিবেশন করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী পলাশ। গানটির সঙ্গীতায়োজন করেছেন জেভিয়ার টয়। দূরবীন ব্যান্ড নিয়ে একটি আঞ্চলিক গান গেয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী শহীদ। গানটির কথা ও সুর করেছেন শহীদ নিজেই। আর একটি গান গেয়েছেন এই সময়ের শ্রোতাপ্রিয় সঙ্গীত শিল্পী প্রতীক হাসান ও ঐশী। গানটি কথা লিখেছেন গীতিকবি মনিরুজ্জামান পলাশ, সুর করেছেন হানিফ সংকেত, সঙ্গীতায়োজন করেছেন মেহেদী। ঢাকা ও ঢাকার আশেপাশে মনোরম লোকেশানে গানগুলির চিত্রায়ন করা হয়েছে। নানারকম দেশি ফুলের প্রধান উৎস হলো যশোরের গদখালীর পানিসারা গ্রাম এবং সাভারের বিরুলিয়া গ্রাম। এবারের পাঁচফোড়নে রয়েছে এই দুটি গ্রামের ফুলের বাজার ও ফুল চাষের উপর বিশেষ তথ্যবহুল প্রতিবেদন। সম্রাট শাহজাহানের অমর কীর্তি তাজমহল আর তাঁর প্রেমের গল্প নিয়ে রয়েছে আরেকটি ভিন্নধর্মী প্রতিবেদন। শিয়াল একটি বন্য প্রাণী, তবে এবারের পাঁচফোড়নে এমন একটি শিয়ালকে দেখানো হবে যেটি ঝোপ-জঙ্গলে, আড়ালে বা গর্তেও নয়, বাস করে লোকালয়ে মানুষের সঙ্গে। নিশাচর হলেও তাকে দেখা যাবে দিনের আলোতে লোকালয়ে ঘুরে বেড়াতে। পাঁচফোড়ন যেহেতু বিশেষ দিন উপলক্ষে নির্মিত হয় তাই বিশেষ দিনকে নিয়ে পাঁচফোড়নে বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্মক, রসাত্মক ও সচেতনতামূলক নাট্যাংশ থাকে। এবারও ভালোবাসা ও করোনা সচেতনতার উপর বেশ ক’টি নাট্যাংশ রয়েছে। অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে আজ রাত ১০:৪০ মিনিটে এটিএন বাংলায়। অনুষ্ঠানটি পরিবেশিত হবে কেয়া কস্মেটিকস্ লিমিটেডের সৌজন্যে। অনুষ্ঠানটি নির্মান করেছে ফাগুন অডিও ভিশন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাঁচফোড়ন

১২ সেপ্টেম্বর, ২০১৬
১৪ ফেব্রুয়ারি, ২০১৬
১৪ ফেব্রুয়ারি, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ