Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রকমারী আয়োজনে পাঁচফোড়ন

প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: ঈদে এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে ফাগুন অডিও ভিশন নির্মিত জনপ্রিয় অনুষ্ঠান পাঁচফোড়ন। প্রতিবারের মত এবারও ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় রকমারী আয়োজন নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদের বিশেষ ‘পাঁচফোড়ন’। পাঁচফোড়ন সাজানো হয়েছে শ্যালিকা ও দুলাভাইয়ের বিদেশ ফেরত বন্ধুর মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে। এসব ঘটনার ফাঁকে ফাঁকে প্রসঙ্গক্রমেই আসতে থাকে নাচ, গান, নাটক ও বিভিন্ন বিষয়ের উপর সমসাময়িক এবং বক্তব্যধর্মী চমৎকারসব রিপোর্টিং। এবারের পাঁচফোড়নে বিদেশ ফেরত বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব এবং শ্যালিকার চরিত্রে অভিনয় করেছেন মডেল-অভিনেত্রী সারিকা। পাঁচফোড়নে গান থাকছে তিনটি। একটি গেয়েছেন সঙ্গীতশিল্পী রবি চৌধুরী ও দিনাত জাহান মুন্নি। গানটির কথা লিখেছেন জুলফিকার রাসেল, সুর করেছেন রবি চৌধুরী এবং সঙ্গীত পরিচালনা করেছেন বিনোদ রায়। এস.আই.টুটুল গেয়েছেন একটি ভিন্ন স্বাদের গান। একঝাঁক নৃত্যশিল্পীর সঙ্গে চমৎকার কোরিওগ্রাফি করে গানটিতে অংশ নিয়েছেন এস.আই.টুটুল। আরেকটি গান গেয়েছেন এই প্রজন্মের সঙ্গীতশিল্পী পূজা ও ‘ইত্যাদি’ খ্যাত শিল্পী প্রতীক হাসান। গানটি লিখেছেন লিটন অধিকারী রিন্টু, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন প্রতীক হাসান নিজেই। ঢাকা ও ঢাকার আশেপাশে গানটির চিত্রায়ন করা হয়েছে। এছাড়াও থাকছে সোহেল ও শখের পরিবেশনায় একটি নাচ। সোহেল ও শখের সঙ্গে এই নৃত্যে অংশগ্রহণ করেছে একদল নৃত্যশিল্পী। গরুর ইন্স্যুরেন্স, শৃঙ্খলাবোধ ও সময়ানুবর্তিতা নিয়ে রয়েছে দু’টি ভিন্নধর্মী রিপোর্টিং। পাঁচফোড়ন যেহেতু বিশেষ দিন উপলক্ষে নির্মিত হয়, তাই বিশেষ দিন নিয়ে বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্মক ও রসাত্মক নাট্যাংশ থাকে। এবারও কোরবানী ঈদ ও অন্যান্য বিষয়ের উপর বেশ ক’টি নাট্যাংশ রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রকমারী আয়োজনে পাঁচফোড়ন

১২ সেপ্টেম্বর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ