Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভালোবাসার বিশেষ পাঁচফোড়ন

প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বরাবরের মতো এবারও নন্দিত নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণ করেছে ভালোবাসার বিশেষ পাঁচফোড়ন। নাটকীয়ভাবে এর প্রতিটি আইটেম উপস্থাপন করা হয়। গত প্রায় দেড় যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায়। তারই ধারাবাহিকতায় এবারও ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণ করা হয়েছে ভালোবাসার বিশেষ এই পাঁচফোড়ন। অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচারিত হবে আজ রাত ৮-০০টায়। এবারের পাঁচফোড়ন সাজানো হয়েছে সদ্য বিবাহিত এক সুখী দম্পতির মধ্যে ভালোবাসা দিবসে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে। এইসব ঘটনার ফাঁকে ফাঁকেই আসতে থাকে একের পর এক চমকপ্রদ আইটেম। উল্লেখ্য, পাঁচফোড়নে কখনও নির্দিষ্ট কোন উপস্থাপক থাকে না। দেশের বিভিন্ন তারকা শিল্পীরা এর নাটকীয় উপস্থাপনায় অংশগ্রহণ করেন। এবারের পাঁচফোড়নে স্বামী-স্ত্রী’র ভূমিকায় অভিনয় করেছেন সদ্য বিবাহিত তারকা দম্পতি নাঈম ও নাদিয়া। অভিনয়ের মাধ্যমে এই তারকা দম্পতি মূলত সঞ্চালকের ভূমিকা পালন করেছেন। এবারের পাঁচফোড়নে মূল গান রয়েছে ২টি। লোক সঙ্গীতের সুরে ভালোবাসার কথায় একটি গানের চিত্রায়নে অংশ নিয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেতা ঈমন এবং সা¤প্রতিক সময়ে প্রশংসিত মডেল পিয়া বিপাশা। ব্যতিক্রমী কথায় এই গানটির নান্দনিক চিত্রায়ন এবং ঈমন ও পিয়া বিপাশার প্রাণবন্ত চমৎকার অভিনয় দর্শকদের আনন্দ দেবে। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সঙ্গীতায়োজন করেছেন আলী আকবর রূপু। গানটিতে কণ্ঠ দিয়েছেন পলাশ ও শাকিলা জাফর। আর একটি গান গেয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী পুজা ও ‘ইত্যাদি’ খ্যাত শিল্পী প্রতিক হাসান। গানটি লিখেছেন ফেরারী ফরহাদ, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন প্রতিক হাসান নিজেই। ঢাকা ও ঢাকার আশপাশে গানটির চিত্রায়ন করা হয়েছে। এছাড়াও রয়েছে ভালোবাসার ওপর একটি চমৎকার মিউজিক্যাল পুঁথি। বিভিন্ন জনপ্রিয় গানের সংমিশ্রণে শহর-গ্রামকে নিয়ে চিত্রায়িত পুঁথিটি দর্শকদের ভিন্নরকম স্বাদ দেবে। বৃক্ষ প্রেমিক আহসান রনি ও তার প্রতিষ্ঠান গ্রিন সেভারস প্রতিষ্ঠানের ‘ছাদ বাগান’ কার্যক্রমের উপর রয়েছে একটি উদ্বুদ্ধকরণ প্রতিবেদন। নগর কৃষি এবং ছাদ বাগানের প্রবর্তক গ্রিন সেভারস রাজধানীর অসংখ্য ছাদকে সবুজ করে দিয়েছেন। প্রচারবিমুখ এই প্রতিষ্ঠানের অধিকাংশ সদস্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে। সবুজের প্রতি অগাধ ভালোবাসা থেকেই রনি এবং গ্রিন সেভারসের কর্মীরা নগর জুড়ে বিভিন্ন বাড়ির ছাদে-বাগান তৈরিতে নিয়মিত কাজ করছেন। এছাড়াও ভালোবাসার ওপর বিভিন্ন আঙ্গিকে রয়েছে বেশ কিছু মজাদার নাট্যাংশ। দেশের শীর্ষস্থানীয় অভিনয় শিল্পীরা এতে অভিনয় করেছেন। শিল্পীরা হলেন-ড. ইনামুল হক, কে. এস. ফিরোজ, সোলায়মান খোকা, শুভাশিষ ভৌমিক, কামাল বায়েজিদ, তারিখ স্বপন, মুকুল সিরাজ, শামীম, জামিল, মামুনুল হক টুটু, বিলু বড়ুয়া, সাবরিনা নিসা, ফাহিম, সাজ্জাদ সাজু, শিউলী শিলা, নজরুল ইসলাম, ফরিদ, ইরা, হৃদীসহ আরো অনেকে। অনুষ্ঠানটি পরিবেশিত হবে কেয়া কস্মেটিকস্ লিমিটেডের সৌজন্যে। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভালোবাসার বিশেষ পাঁচফোড়ন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ