মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
টানা অষ্টম দিনের মতো সেনাবাহিনীর রক্তচক্ষু ও হুঁশিয়ারি উপেক্ষা করে মিয়ানমারের জনগণ রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। দেশটির রাজধানী নেপিডো ও প্রধান শহর ইয়াঙ্গনসহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ।জানা গেছে, সরকারের সমালোচনাকারীদের গ্রেফতারের ভিডিও মিয়ানমারের জনগণের ক্ষোভ ক্রমশ বাড়িয়ে তুলছে। -রয়টার্স
এছাড়া রাতের অন্ধকারেও গ্রেফতারের ঘটনায় ক্ষুব্ধ আন্দোলনকারীরা। এর ধারাবাহিকতায় আজ শনিবারও বিক্ষোভে দেশটির হাজার হাজার মানুষ জড়ো হয়। এদিকে, মিয়ানমারের সামরিক (জান্তা) সরকারকে ফের হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ। দেশটির জনগণের বিরুদ্ধে সহিংসতা পরিহার করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপ হাই কমিশনার নাদা আল-নাশিফ। শুক্রবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের জরুরি বৈঠকে তিনি বলেন, বিশ্ব সবই দেখছে। মিয়ানমারের প্রতিবাদী জনগণের বিরুদ্ধে সামরিক বাহিনীর সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি কারও দৃষ্টির বাইরে থাকবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।