নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফের ড্র করেছে উত্তর বারিধারা ক্লাব। শুক্রবার বিকালে নিজেদের হোম ভেন্যু টঙ্গিস্থ শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে তারা ১-১ গোলে ড্র করে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে। বারিধারার পক্ষে অধিনায়ক সুমন রেজা ও মুক্তিযোদ্ধার জাপানী অধিনায়ক ইউসুকে কাতো নিজ নিজ দলের হয়ে গোল করেন। এই ড্র’তে উত্তর বারিধারা সাত ম্যাচে চার ড্র ও তিন হারে ৪ পয়েন্ট নিয়ে তালিকার দশমস্থানেই রইলো। সমান ম্যাচে একটি করে জয় ও ড্র’তে এবং পাঁচ হারে ৪ পয়েন্ট পেয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে এগারোতম স্থানে জায়গা পেল মুক্তিযোদ্ধা।
আগে তিন ম্যাচে ড্র করলেও জয়ের দেখা পায়নি উত্তর বারিধারা। তবে নিজেদের সপ্তম ম্যাচে হোম ভেন্যুতে মুক্তিযোদ্ধার বিপক্ষে জয়ের লক্ষ্যেই শুক্রবার মাঠে নামে তারা। প্রথমে গোল করে লিগে প্রথম জয়ের স্বপ্নও দেখছিল দলটি। কিন্তু বারিধারার সেই স্বপ্ন ভেঙ্গে দেন মুক্তির অধিনায়ক ও জাপানী মিডফিল্ডার ইউসুকে কাতো। তার গোলেই শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মুক্তিযোদ্ধা সংসদ। ম্যাচের ৪৩ মিনিটে সুমন রেজার গোলে এগিয়ে যায় বারিধারা (১-০)। কিন্তু মিনিট পাঁচেক পর ইউসুকে কাতো গোল করলে মুক্তিযোদ্ধাকে সমতায় ফেরান (১-১)। ম্যাচের বাকি সময় আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও আর গোল হয়নি। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দু’দল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।