প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আজ (১২ ফেব্রুয়ারী) রাত ৯টায় আরটিভিতে নাটকটি প্রচারিত হবে নাটক ‘আয় ফিরে আয়’। বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে নির্মিত ‘আয় ফিরে আয়’ দিয়েই ফের জুটি বেঁধেছেন ছোট পর্দার দুই সুপারস্টার জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী। রোমান্টিক আমেজে এ নাটকের গল্প রচনার পাশাপাশি এটি নির্মাণ করেছেন এস আর মজুমদার।
কিছুদিন আগেই রাজধানীর উত্তরায় শেষ হয়েছে ‘আয় ফিরে আয়’ নাটকের শুটিং। একটা নবদম্পতির সম্পর্কের গল্পই উঠে এসেছে নাটকটিতে। প্রেম, ভালোবাসা, রোমান্সের পাশাপাপাশি এখানে থাকছে ট্র্যাজেডিও, এমনটাই জানান নির্মাতা।
নাটকটি সম্পর্কে অপূর্ব বলেন, ‘এ নাটকের গল্পের বিষয়বস্তু একটু আলাদা। যারা সত্যিকার অর্থে বাংলা নাটক ভালোবাসেন, তারা আমার গেটআপ দেখেই তা সহজে অনুমান করতে পারবে। তাদের কাজটি পছন্দ হবে।’
মেহজাবিন বলেন, ‘এই নাটকের গল্পের শুরু থেকেই ট্র্যাজেডি আছে। যারা দীর্ঘদিন ধরে আমার আর অপূর্ব ভাইয়ার রোমান্টিক গল্পের নাটক দেখে অভ্যস্ত, তারা নিঃসন্দেহে ভিন্ন কিছু পাবেন। আমার চরিত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। যদিও এ ধরনের চরিত্রে আমি অভিনয় করেছি। কিন্তু এই নাটকে তা আরো একটু বেশিই চ্যালেঞ্জিং।’
এস আর মজুমদার বলেন, ‘একটা নবদম্পতির সম্পর্কের গল্প ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। কিন্তু একটা সময়ে গিয়ে তাদের মধ্যে ক্রাইসিস তৈরি হয়। এই মূহুর্তে এর চেয়ে বেশি বলতে চাচ্ছি না। দর্শকের উদ্দেশে এতটুকু বলব যে শেষ পর্যন্ত নাটকটি দেখলে যেমন আনন্দ পাবে, তেমনই তাদের চোখে পানি চলে আসবে এবং তাদের চোখে হাসি লেগে থাকবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।