মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুষারঝড়ে বৈরি আবহাওয়ায় যুক্তরাষ্ট্রের টেক্সাসের সড়কে একসঙ্গে অন্তত ৭৫ থেকে ১শ গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে প্রাণ হারিয়েছে অন্তত ৫ জনের। আহত হয়েছেন বহু মানুষ।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার টেক্সাসের ফোর্টওর্থ এলাকার ইন্টারস্টেট-থার্টি ফাইভ নামে ঐ মহাসড়কে দুর্ঘটনা ঘটে। পুলিশ বলছে, প্রথমে ফেডএক্সের একটি লরিসহ দুএকটি গাড়ি উল্টে যায়। এরপর পেছন থেকে একের পর এক গাড়ি দুমড়ে মুচড়ে পড়তে থাকে। এ পর্যন্ত ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে হতাহতের উদ্ধারে অভিযান শুরু করে উদ্ধারকারী দল। বৈরি আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা বলে ধারণা স্থানীয় কর্তৃপক্ষের।
ফোর্ট ওয়ার্থ-এর দমকল বিভাগের প্রধান জিম ডেভিস বলেছেন, ভয়াবহ এই দুর্ঘটনার পর বহুমানুষ হতাহত হয়েছে এবং রাস্তায় দীর্ঘ জ্যাম তৈরী হয়েছিল। তবে আমরা দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করেছি।
স্থানীয় গণমাধ্যম বলছে, তুষারপাতের কারণে ডালাস ও আর্লিংটনেও বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে। সূত্র : এপি, সিএনএন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।